আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবারের এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর ৮ দলের আসর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) খসড়া সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি দিয়ে এই দ্বিপক্ষীয় সিরিজ মাঠে গড়াবে ২ অক্টোবর। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৪ ও ৬ অক্টোবর।
ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৯ অক্টোবর। এরপর ১১ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বাকি দুই ওয়ানডে।
আরও পড়ুন: জিশান-আফিফ-রাকিবুলে চড়ে টপ এন্ড সিরিজে বাংলাদেশের প্রথম জয়
এসিবির প্রধান নির্বাহী নসীব খান শুক্রবার (১৫ আগস্ট) এই সিরিজের ব্যাপারে বলেন, 'বাংলাদেশকে এই সিরিজে স্বাগত জানাতে পারায় আমরা গর্বিত। এই সফর আমাদের পারস্পরিক সম্পর্কের দৃঢ়তার প্রমাণ এবং এমনকি নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেয়ার দায়বদ্ধতার কথাও স্মরণ করিয়ে দেয়।'
তবে, এই সিরিজ কোন কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে তা এখনও নিশ্চিত করা হয়নি।