৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপের ১৭তম আসর, শেষ হবে ২৮ সেপ্টেম্বর। তবে বাংলাদেশের যাত্রা শুরু হবে ১৩ সেপ্টেম্বর, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। ১৬ সেপ্টেম্বর টাইগাররা খেলবে আফগানিস্তানের বিপক্ষে। এই দুই ম্যাচের জন্য টিকিটের মূল্য অপরিবর্তিত রেখেছে এসিসি। সর্বনিম্ন ২ হাজার ৬৮ টাকায় নর্থস্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। সাউথ গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের মূল্য ৩ হাজার ৪৪৭ টাকা।
আরও পড়ুন: সাউথ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল
এই দুই ম্যাচের টিকিটের সর্বোচ্চ দাম ভিআইপি স্যুটের, বাংলাদেশি টাকায় যার মূল্য ৬৮ হাজার ৯৩০ টাকা। তবে এক্ষেত্রে একসাথে ৪ জন বসে খেলা দেখার সুযোগ পাবেন। অনলাইনে টিকেট কেনা যাবে- https://abu-dhabi.platinumlist.net/event-tickets/asiacup-abudhabi এই লিংক থেকে।
এশিয়া কাপের এবারের আসরে ১৯টি ম্যাচের মধ্যে ১৮টি ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় অনুযায়ী সব ম্যাচ শুরু হবে সাড়ে ৬টায়, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা।
আরও পড়ুন: বদলে গেল এশিয়া কাপের ম্যাচ শুরুর সময়
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ১৫ সেপ্টেম্বর মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। বাকি সব ম্যাচের সময় পরিবর্তন করা হলেও শুধু এই ম্যাচের সময় পরিবর্তন করা হয়নি। আগের সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪ টায়, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়।
এবারের এশিয়া কাপে অংশ নেবে মোট ৮টি দল। আগের আসরের তুলনায় এবার দুটি দল বেশি খেলবে। ‘এ’ গ্রুপে আছে- ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
]]>