এশিয়া কাপ ফাইনালে বৃষ্টির আশঙ্কা কতটুকু, রিজার্ভ ডে কি আছে

৪ দিন আগে
এশিয়া কাপের বয়স ৪১ বছর। চার দশকের বেশি সময়ের এই টুর্নামেন্টে এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বি দুই দেশ ভারত ও পাকিস্তান কখনও ফাইনালে মুখোমুখি হয়নি, যদিও কর্তৃপক্ষের তাদের ম্যাচ যত বেশি সম্ভব আয়োজন করার চেষ্টার কমতি নেই। অভূতপূর্ব ঘটনাটি ঘটতে যাচ্ছে আজ, প্রথমবারের মতো শিরোপার লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে দুদল।

দুবাইয়ে ফাইনাল গড়াবে বাংলাদেশ সময় সাড়ে ৮টায়।


কোনো টুর্নামেন্টের গ্রুপপর্বের ম্যাচ বৃষ্টি বা অন্য কোনো কারণে নির্ধারিত দিনে আয়োজন করা সম্ভব না হলে পরিত্যক্ত ঘোষণা করা হয়। দুদলকে দিয়ে দেওয়া হয় ১ পয়েন্ট করে। কিন্তু ফাইনাল মানে তো শিরোপার প্রশ্ন, চ্যাম্পিয়ন হওয়ার প্রশ্ন। এক্ষেত্রে সাধারণত একদিন, আবার কখনও কখনও দুদিন রিজার্ভ ডে থাকে। যেমনটি হয়েছিল ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। বৃষ্টির কারণে পঞ্চম দিনের খেলায় বিঘ্ন সৃষ্টি হলে ফল নির্ধারিত হয় ষষ্ঠ দিনের খেলায়।


আরও পড়ুন: ফাইনালে ভারতও চাপে থাকবে, দাবি পাকিস্তান অধিনায়কের


এশিয়া কাপের জন্য কি রিজার্ভ ডে আছে? আর বৃষ্টির আশঙ্কাই বা কতখানি? আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দুবাইয়ে আজ বৃষ্টির কোনো শঙ্কা নেই। ম্যাচ চলাকালীন সময়ে আশপাশের আর্দ্রতা থাকতে পারে ৬১ শতাংশ, তাপমাত্র প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মতো। অর্থাৎ পুরো ম্যাচ অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই। যদিও ফাইনালের জন্য ২৯ সেপ্টেম্বরকে রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।


গ্রুপপর্বের মতো ফাইনালও অনেক সময় পরিত্যক্ত হয়ে থাকে। সে ক্ষেত্রে দুই ফাইনালিস্ট যৌথভাবে শিরোপা জিতে। এবারের এশিয়া কাপের জন্যও তেমন ব্যবস্থা, যদিও সে সম্ভাবনা একটুও নেই। অর্থাৎ যে কোনো একদলের হাতেই উঠছে এশিয়া কাপের মুকুট।

]]>
সম্পূর্ণ পড়ুন