চলতি বছরের ফেব্রুয়ারিতে কাঁধের অস্ত্রোপচার করাতে হয় নাভিন উল হককে। ইংল্যান্ডের একটি বেসরকারি ক্লিনিকে তার অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। এরপর মাসখানেক বিশ্রামে থাকার পর ফেরেন অনুশীলনে।
অস্ত্রোপচারের পর আফগানিস্তানের হয়ে এখনও মাঠে নামতে পারেননি তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টি ও মেজর লিগ ক্রিকেটে খেলেছেন। এসএ টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টসের হয়ে ৭ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। অন্যদিকে মেজর লিগে এমআই নিউ ইয়র্কের হয়ে ৫ ম্যাচ খেলে নিয়েছেন ৮ উইকেট।
আরও পড়ুন: মাইন্ডসেট বদলালেই বদলে যাবে বাংলাদেশ, সুপার ফোরে উঠতে আত্মবিশ্বাসী মুশতাক
নাভিনের এশিয়া কাপ শেষ হয়ে যাওয়ায় তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন আব্দুল্লাহ, যিনি আফগানিস্তানের জার্সিতে কেবল একটি ম্যাচই খেলেছেন।
সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আফগানিস্তানের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। সে ম্যাচে ১টি উইকেটও পেয়েছিলেন এই বোলার। এবার প্রথমবারের মতো বড় মঞ্চে খেলার সুযোগ পাচ্ছেন আব্দুল্লাহ আমহদজাই।
]]>