এলাচ ভেজানো পানি নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

৩ সপ্তাহ আগে
সবার ঘরেই এলাচ পাওয়া যায় সহজে। কিন্তু জানেন কি সেই এলাচে রয়েছে কত গুণ! বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এলাচের পানি আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।

খাবার খেতে বসলে মুখে এলাচ চলে আসলে মুখের স্বাদটাই মাটি হয়ে যায় অনেকের। মনে মনে ভাবতে থাকেন, এলাচ খাবারে না দিলেই কী হয়? কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এলাচ এমন একটি মসলা, যা নানান অসুখ দূর করতে সাহায্য করে।

 

এজন্য প্রথমে একটা পাত্রে এক লিটার পানি নিয়ে নিতে হবে। এবার তাতে ৫ থেকে ৬টি এলাচ চিরে দিয়ে দিন। সারারাত এলাচ পানিতে ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে এলাচ ভেজানো পানি ভালো করে ফুটিয়ে নিতে হবে। পানি ফুটে যখন তিন চতুর্থাংশ হয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে দিন। এবার পানি থেকে এলাচ ছেঁকে নিন। আর এলাচের পানি দিনে ৩ থেকে ৪ বার খেতে হবে।

 

আরও পড়ুন: ডায়াবেটিস রোগীদের জন্য স্বাস্থ্যকর ৩ ফল

 

এবার চলুন জেনে নেয়া যাক, এলাচের পানি খেলে কী কী উপকার পাবেন?


১. ডায়াবেটিসে উপকারী: বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিসে আক্রান্তদের জন্য এলাচের পানি দারুণ উপকারী। এছাড়াও নিয়মিত এলাচের পানি খেলে রক্তে শর্করার মাত্রা সঠিক থাকে।


২. কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর: যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তাদের নিয়মিত এলাচের পানি খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোষ্ঠকাঠিন্যের সমস্যা ছাড়াও হজমের যে কোনো সমস্যা দূর করতে সাহায্য করে এলাচের পানি।

 

আরও পড়ুন: খালি পেটে খেজুর খাবেন কেন?


৩. ওজন কমানো: অতিরিক্ত ওজন কমাতে একটু বেশি সাহায্য করবে এলাচের পানি। এতে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে দিতে দারুণ উপকারী।


৪. হৃদরোগের ঝুঁকি কমায়: উচ্চ কোলেস্টেরলের সমস্যায় দারুণ উপকারী এলাচের পানি। ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এই উপকারী পানীয়।
 

]]>
সম্পূর্ণ পড়ুন