বুধবার (১৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ অফিস থেকে প্রকাশিত রুটিনে জানানো হয়েছে, আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হয়ে এ পরীক্ষা ২০২৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত চলবে। আর প্রতিদিনের পরীক্ষা সকাল ৯টায় শুরু হবে।
সময়সূচি অনুযায়ী-২৮ নভেম্বর আইন দর্শন (কোড: ৫০১), ৫ ডিসেম্বর চুক্তি ও দায়বদ্ধতা আইন (কোড: ৫০২), ১২ ডিসেম্বর মুসলিম আইন (কোড: ৫০৩), ১৯ ডিসেম্বর ইকুইটি, ট্রাস্ট, সুনির্দিষ্ট প্রতিকার ও হিন্দু আইন (কোড: ২০৮), ২৬ ডিসেম্বর বাংলাদেশ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাংবিধানিক আইন (কোড: ৮০০), ২ জানুয়ারি বাংলাদেশের শ্রম আইন (কোড: ৫০৬) এবং ৯ জানুয়ারি কর আইন (কোড: ৫০৭) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে দুঃসংবাদ
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরীক্ষা শুরুর চার-পাঁচ দিন আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ems.nu.ac.bd) থেকে রোল নম্বরের বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকেই পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না। একইসঙ্গে প্রবেশপত্রে কোনো ত্রুটি থাকলে পরীক্ষা শুরুর আগেই সংশোধন করে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও, প্রত্যেক পরীক্ষার্থীকে ৭০০ টাকা কেন্দ্র ফি দিতে হবে, যার মধ্যে কেন্দ্র পাবে ৬০০ টাকা এবং সংশ্লিষ্ট কলেজ পাবে ১০০ টাকা। পরীক্ষা শুরুর দুই-তিন দিন আগে রোল বিবরণীর একটি কপি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো কারণ দর্শানো ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি যেকোনো সময় পরিবর্তন করতে পারবে।

১ সপ্তাহে আগে
৪






Bengali (BD) ·
English (US) ·