ঘটনার পর এক জুলাই যোদ্ধার কৃত্রিম হাত রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনার ভিডিও এবং চিত্র অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ নিয়ে অনলাইন-অফলাইনে চলছে আলোচনা-সমালোচনা।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর পুলিশের লাঠিচার্জের সময় একজন জুলাই যোদ্ধার শরীরে লাগানো একটি কৃত্রিম হাত খুলে পড়ে যায় রাস্তায়। লাঠিচার্জ সহ্য করতে না পারায় হাত রেখেই পালিয়ে যান সেই অবস্থানকারী।
গলমাধ্যমের তথ্যমতে হাত হারানো ওই জুলাই যোদ্ধা আতিকুল ইসলাম (আতিকুল গাজী)। তিনি আক্ষেপ নিয়ে গণমাধ্যমে বলেছেন, আমার একটা হাত নাই, আর্টিফিশিয়াল হাত; এটাও ওরা বাড়ি মেরে ভেঙে ফেলছে। আমার কাছে কী পর্যাপ্ত পরিমাণে টাকা আছে, যে আমি আরেকটা হাত কিনে নেব? এটা কি রাষ্ট্রের কোনো কার্যক্রম হতে পারে?
 জুলাই যোদ্ধাদের পেটানোর প্রতিবাদ জানিয়ে দেয়া ফেসবুক পোস্ট। ছবি সংগৃহীত
জুলাই যোদ্ধাদের পেটানোর প্রতিবাদ জানিয়ে দেয়া ফেসবুক পোস্ট। ছবি সংগৃহীত
এসব ঘটনায় ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।
আরও পড়ুন: জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি যেসব দল
ঘটনার ছবি শেয়ার দিয়ে গণমাধ্যমকর্মী কেফায়েত শাকিল লিখেছেন, এরপর দেশের জন্য হাত লাগলে নিজের হাত নিয়ে এগিয়ে আসতে একশ’ বার ভাবতে হবে আতিকের মতো তরুণদের।
আরেক গণমাধ্যমকর্মী আজহার লেমনও ছবি শেয়ার দিয়ে লিখেছেন, জুলাই ভেঙে পড়ে রইলো রাস্তায়, অথচ সনদ সাক্ষরের কত আয়োজন!
আরও পড়ুন: জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার: জামায়াত আমির
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে জুলাই যোদ্ধাদের বলতে শোনা যায়, এই পুলিশ আমাদের জুলাই যোদ্ধাদেরি নির্বিচারে পিটিয়েছে।
 জুলাই যোদ্ধাদের পেটানোর প্রতিবাদ জানিয়ে দেয়া ফেসবুক পোস্ট। ছবি সংগৃহীত
জুলাই যোদ্ধাদের পেটানোর প্রতিবাদ জানিয়ে দেয়া ফেসবুক পোস্ট। ছবি সংগৃহীত
আর এম মাহমুদ রিশাদ লিখেছেন, খুব দুঃখজনক—যাদের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে আজকের এই সরকার ক্ষমতায় এসেছে, তাদেরকেই আজ পুলিশি নির্যাতনের শিকার হতে হচ্ছে। যেভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে প্রকৃত মুক্তিযোদ্ধারা অবশেষে প্রতারিত হয়েছিলেন, জুলাই যোদ্ধাদের যেন সেই একই পরিণতি বরণ করতে না হয়। এখনও যে সামান্য সুযোগ আছে—তা কাজে লাগিয়ে আমাদের দায়িত্ব নিতে হবে।
আরও পড়ুন: পুলিশের লাঠিচার্জ: ঢামেকে চিকিৎসা নিচ্ছেন ১০ জুলাই যোদ্ধা
সনদ স্বাক্ষরের আগে, জুলাই যোদ্ধাদের দাবিগুলো ছিল- জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই দাবিগুলো জুলাই জাতীয় সনদ-২০২৫ এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।
]]>
 ১ সপ্তাহে আগে
                        ৪
                        ১ সপ্তাহে আগে
                        ৪
                    







 Bengali (BD)  ·
                        Bengali (BD)  ·        English (US)  ·
                        English (US)  ·