এমবাপ্পের আরও একটি পেনাল্টি মিস, ভালভার্দের ভুল—মাদ্রিদের হার

৩ সপ্তাহ আগে
লিভারপুলের বিপক্ষে পেনাল্টি মিস করার এক সপ্তাহও হয়নি, আরও একটি পেনাল্টি মিস করলেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার পেনাল্টি মিসের রাতে বড় ভুল করেছেন ফেদে ভালভার্দে। দুই ভুলের খেসারত দিয়ে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হারল রিয়াল মাদ্রিদ।

সান মেমেসে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। আলেজান্দো রেমিরোর গোলের পাশাপাশি গোল করেছেন গোরকা গুরুজেতা। রিয়াল মাদ্রিদের একমাত্র গোলটি জুদ বেলিংহ্যামের। ২০১৫ সালের পর লিগে মাদ্রিদের ক্লাবটির বিপক্ষে বিলবাওয়ের এটি প্রথম জয়। মাঝে ১৮ ম্যাচে তারা কোনো জয় পায়নি।


বিলবাওয়ের মাঠে ১২ মিনিটেই এমবাপ্পে জালের দেখা পেয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধে জমে উঠে ম্যাচ। ৫৩ মিনিটে রেমিরো এগিয়ে নেন স্বাগতিক দলকে। ইনাকি উইলিয়ামসের ক্রসে ওইহান সানসেট থিবো কর্তোয়াকে পরাস্ত করতে পারেননি। ফিরতি বল পান রেমিরো, এবার আর জাল অক্ষত রাখতে পারেননি বেলজিয়ান গোলরক্ষক।


আরও পড়ুন: নয়ারের ক্যারিয়ারে প্রথম লাল কার্ড, বায়ার্নকে বিদায় করল লেভারকুজেন


৬৮ মিনিটে পেনাল্টি পেয়েছিল রিয়াল মাদ্রিদ। ডানপ্রান্তে শট নিয়েছিলেন এমবাপ্পে। তার শট ঝাঁপিয়ে পড়ে গ্লাভসবন্দী করেন বিলবাও গোলরক্ষক। ১০ মিনিট পর রিয়ালকে সমতায় ফেরান বেলিংহ্যাম। এমবাপ্পের নেয়া শট হুলেন আগিরেজাবালা ফিরিয়ে দিলে ফিরতি বলে টাচ করে লক্ষ্যভেদ করেন ইংলিশ ফুটবলার।


আরও পড়ুন: প্রথম সংবাদ সম্মেলনেই সমালোচনার কড়া জবাব মাশচেরানোর


৮০ মিনিটে ভালভার্দের ভুল। নিজেদের রক্ষণজোনে সতীর্থকে পাস দিতে গিয়ে বল গুরুজেতার পায়ে দিয়ে ফেলেন তিনি। স্প্যানিশ ফুটবলার দৌড়ে রিয়ালের বক্সে ঢুকে কর্তোয়াকে পরাস্ত করেন। এ হারের ফলে আগের দিন জয় পাওয়া বার্সেলোনার সঙ্গে লিগে পয়েন্ট ব্যবধান বাড়ল ৪। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা, ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।

]]>
সম্পূর্ণ পড়ুন