এমবাপ্পেকে স্টেডিয়ামে ফেলে রিয়ালের টিম বাস চলল বিমানবন্দরের পথে

৪ সপ্তাহ আগে
বদলি হিসেবে নেমেছিলেন, দলের তৃতীয় গোলটি করেছেন। দারুণ অ্যাক্রোবেটিক ভলিতে করা গোলটিই শেষ পর্যন্ত জয়ের ব্যবধান গড়ে দিয়েছে। অথচ এমন পারফরম্যান্সের পরও কি–না কিলিয়ান এমবাপ্পেকে রেখেই স্টেডিয়াম ছেড়ে গেছে রিয়াল মাদ্রিদের টিম বাস! বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যাচের পর এমনটাই ঘটেছে রিয়াল মাদ্রিদের ফরাসি তারকার সঙ্গে।

গত রাতে (শনিবার) মেট লাইফ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের খেলায় বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ডি-বক্সের ভেতরে উড়ে আসা বলে অ্যাক্রোবেটিক ভলিতে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এর আগে ৬৭ মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের বদলি হিসেবে নামেন এই ফরাসি।


ম্যাচের পর রিয়াল মাদ্রিদের টিম বাস স্টেডিয়াম ছেড়ে যায়, তাদের গন্তব্য নিউ ইয়র্কের লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর। সেখান থেকে বিমানে চেপে লস ব্লাঙ্কোরা ফিরবে তাদের বেসক্যাম্প মায়ামিতে। কিন্তু টিম বাস যখন স্টেডিয়াম থেকে বের হচ্ছিল, সেখানে ছিলেন না এমবাপ্পে।


এমবাপ্পেকে রেখে টিম বাস স্টেডিয়াম ছেড়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়। তবে এমন ঘটনার নেপথ্যের কারণও আছে। এই ফরাসির টিম বাসে না থাকার কারণ, খেলা শেষে ডোপ টেস্ট করাতে প্রত্যাশিত সময়ের চেয়ে বেশি সময় লেগে যাওয়া।


আরও পড়ুন: বুড়ো হারের ভেল্কিতে উড়ছে ফ্লুমিনেন্স


স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, এদিন ম্যাচ শেষে রিয়ালের খেলোয়াড়রা লকার রুমে ফিরে গোছগাছ করে একে একে টিম বাসে উঠছিলেন। নিজের জিনিসপত্র গুছিয়ে এমবাপ্পেও বাসের দিকেই যাচ্ছিলেন। কিন্তু তখনই রুটিন ডোপ টেস্টে অংশ নিতে তাকে ডেকে নেয়া হয়। ফলে স্টেডিয়ামে আটকা পড়েন তিনি।


পরীক্ষা দিয়ে এই ফরাসি স্টেডিয়াম থেকে বের হন স্থানীয় সময় রাত ৮টা ২৮ মিনিটে। কিন্তু রিয়ালের টিম বাস গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে সন্ধ্যা সাড়ে ৭টায়। পরে একটি কালো গাড়িতে চড়ে বিমানবন্দরে যান এমবাপ্পে। সে সময় ফরাসি সুপারস্টারের সঙ্গে রিয়ালের এক সদস্যও ছিলেন।


মার্কার প্রতিবেদন অনুযায়ী, পুলিশের পাঁচটি গাড়ি এমবাপ্পেকে স্টেডিয়াম থেকে বিমানবন্দরের পথে পাহাড়া দিয়ে পৌঁছে দেয়। সেখান  থেকেই দলের সঙ্গে  মায়ামির ওয়েস্ট পাম বিচের বেসক্যাম্পে যান তিনি।


আরও পড়ুন: ৮৬৬ কোটি টাকায় স্প্যানিশ মিডফিল্ডার কিনল আর্সেনাল


তবে এবারই প্রথম এমবাপ্পের সঙ্গে এমন ঘটনা নয়। এর আগে গত বছর পিএসজিতে থাকাকালীনও তাকে স্টেডিয়ামে রেখে টিম বাস চলে গিয়েছিল। ডর্টমুন্ডের বিপক্ষেই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর এমন ঘটনা ঘটেছিল। সেবারও ডোপ টেস্টের জন্য সিগন্যাল ইদুনা পার্কে তাকে অপেক্ষা করতে হয়েছিল। পরে প্রাইভেট কারে করে বিমানবন্দরে সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি।


এবারের ক্লাব বিশ্বকাপটা খুব একটা ভালো কাটছে না এমবাপ্পের। যুক্তরাষ্ট্রে পা রেখেই জ্বরে আক্রান্ত হন এই ফরাসি। এরপর পেটের পীড়ায় আক্রান্ত হলে হাসপাতালেও ভর্তি হতে হয়। যে কারণে রিয়ালের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে পারেননি তিনি। জুভেন্টাসের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে প্রথমবার বদলি হিসেবে নামেন। এরপর কোয়ার্টার ফাইনালে ডর্টমুন্ডের বিপক্ষেও বদলি হিসেবেই নামতে হয়েছে। আগামী বুধবার (৯ জুলাই) রাতে সেমিফাইনালে রিয়ালের প্রতিপক্ষ এমবাপ্পের সাবেক দল পিএসজি। 

]]>
সম্পূর্ণ পড়ুন