এমবাপ্পে কেন হাসপাতালে ভর্তি, জানাল রিয়াল

২ সপ্তাহ আগে
আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপের মিশন শুরু করেছে রিয়াল মাদ্রিদ। তবে মাঠে নামতে পারেননি দলের তারকা কিলিয়ান এমবাপ্পে। জ্বরের কারণে তার অনুপস্থিতি নিয়ে আগেই আভাস দিয়েছিল লস ব্লাঙ্কোস। তবে এবার জানা গেল, ফরাসি তারকার অসুস্থতা আরও জটিল। যার কারণে হাসপাতালেও ভর্তি তিনি।

বৃহস্পতিবার (১৯ জুন) এমবাপ্পের শারীরিক অবস্থা নিয়ে বিবৃতি দিয়েছে রিয়াল।

 

বিবৃতিতে তারা জানিয়েছে, এমবাপ্পে অ্যাকুইট গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে তার একাধিক পরীক্ষা-নিরীক্ষা হবে এবং সে অনুযায়ী তার চিকিৎসা হবে।

 

আরও পড়ুন: অ্যাতলেটিকো ছেড়ে মেক্সিকান ক্লাবে যাচ্ছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন!

 

অ্যাকুইট গ্যাস্ট্রোএন্টেরাইটিস মূলত পেটের ফ্লু। সাধারণত এটি ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়ে থাকে এবং এর ফলে ডায়রিয়া, বমি, পেটে ব্যথা এবং জ্বর সহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে।

 

আরও পড়ুন: সিটির জয়ের রাতে হোঁচট খেল রিয়াল

 

এমবাপ্পেকে ছাড়া ক্লাব বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি রিয়ালের। সৌদি আরবের ক্লাব আল হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। লস ব্লাঙ্কোদের পরের ম্যাচ রোববার (২২ জুন) মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে। সে ম্যাচের আগে এমবাপ্পে সুস্থ হতে পারেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়।
 

]]>
সম্পূর্ণ পড়ুন