অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমজেএল বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী। এ ছাড়া পরিচালক তানজিল চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুকুল হোসেন ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
এই প্রকাশনার আগে কোম্পানিটি একটি বড় সাফল্য অর্জন করেছে: সম্প্রতি ব্লুমবার্গ ইএসজি রেটিংয়ে শীর্ষ ১১টি বাংলাদেশি কোম্পানির মধ্যে স্থান করে নিয়েছে। এই স্বীকৃতি পরিবেশ, সমাজ ও সুশাসনের ক্ষেত্রে তাদের অবিচল প্রতিশ্রুতিরই প্রমাণ।
আজম জে চৌধুরী বলেন, আমাদের ২০২৪ সালের টেকসই উন্নয়ন প্রতিবেদনটি কেবল একটি নথি নয়; এটি আমাদের দায়িত্বশীলতা এবং অংশীজনদের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। ব্লুমবার্গ ইএসজি রেটিংয়ে আমাদের ইতিবাচক অবস্থান শক্তিশালী সুশাসনের প্রতি আমাদের নিষ্ঠাকে আরও জোরদার করে, যার মধ্যে রয়েছে করপোরেট স্বচ্ছতা, নৈতিক অনুশীলন ও বৈশ্বিক মানদণ্ড মেনে চলা। আমরা একটি টেকসই পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকির সক্রিয় ব্যবস্থাপনা ও নারী নিরাপত্তা নিশ্চিত করতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: বিমা কোম্পানি নিবন্ধন নবায়ন ফি বাড়ানোর প্রস্তাব, কী বলছেন অর্থনীতিবিদরা?
সিনিয়র জিএম মো. শাহিন আলম ২০২৪ সালের টেকসই উন্নয়ন প্রতিবেদনের প্রধান উদ্যোগগুলো তুলে ধরেন, যার মধ্যে রয়েছে–
* পরিবেশগত দায়িত্বশীলতা: গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমানো এবং সম্পদের ব্যবহার ও দক্ষতা বৃদ্ধি করার প্রচেষ্টা।
* সামাজিক দায়বদ্ধতা: স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত নিয়মকানুন এবং নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন।
* করপোরেট সুশাসন: সর্বোচ্চ স্তরের স্বচ্ছতা ও নৈতিক অনুশীলন বজায় রাখা।