মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসর। তবে আর্জেন্টিনার কতজন খেলোয়াড় এবারের ইউসিএলে খেলছেন, সে হিসেবটা জানেন কি? এবারের আসরের ৩৬ দলের ১৫টি দলেই আছে আর্জেন্টিনার খেলোয়াড়। সব মিলিয়ে দেশটির মোট ৩০ জন ফুটবলার এবার চ্যাম্পিয়ন্স লিগ মাতাবেন। তবে এদের বেশিরভাগই ফুটবলারই খেলেন আর্জেন্টিনার জাতীয় দলে।
লিভারপুলের মাঝমাঠের অন্যতম ভরসার নাম অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। বলতে গেলে দলটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ক্লাবটিতে তিনি খেলেন ১০ নম্বর জার্সি পরে। জাতীয় দলেও নিয়মিত মুখ তিনি। ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পথে দারুণ ভূমিকা রেখেছেন এই মিডফিল্ডার।
বর্তমানে রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ানদের সংখ্যাটাই বেশি। ক’দিন আগে লস ব্লাঙ্কোসদের দলে কোনো আর্জেন্টাইন ছিল না। তবে সম্প্রতি তারা দলে ভিড়িয়েছে আর্জেন্টিনার তরুণ ফুটবলার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়ালের জার্সিতে তার অভিষেকও হয়েছে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নেমেই ইতিহাস গড়লেন আর্জেন্টাইন তারকা
ইন্টার মিলানের অন্যতম ভরসার নাম লাউতারো মার্টিনেজ। গত মৌসুমে ইতালিয়ান সিরি আ-তে রানার্সআপ হয়েছে। সে দলে অবশ্য আর্জেন্টাইন খেলোয়াড় এই একজনই।
ফিফা ক্লাব বিশ্বকাপের গেল মৌসুমের শিরোপা জিতেছে ইংলিশ ক্লাব চেলসি। সে ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছেন আর্জেন্টাইন তরুণ এনজো ফার্নান্দেজ। সম্প্রতি আরও একজন আর্জেন্টাইন দলে ভিড়িয়েছে ক্লাবটি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আলেহান্দ্রো গার্নাচোকে তারা দলে ভিড়িয়েছে।
জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডেও আছেন একজন আর্জেন্টাইন। চেলসি থেকে ক’দিন আগে ধারে বরুশিয়াতে যোগ দিয়েছেন ২০ বছর বয়সী সেন্টারব্যাক আরোন আনসেলমিনো। আরেক জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনে ক’দিন আগে যোগ দিয়েছেন ক্লদিও এচেভেরি। এছাড়া দলটিতে আছে আরও দুজন আর্জেন্টাইন- এজেকিয়েল পালাসিওস ও একি ফার্নান্দেজ।
অ্যাতলেটিকো মাদ্রিদে খেলছেন এক ঝাঁক আর্জেন্টাইন তরুণ। হুয়ান মুসো, নাহুয়েল মলিনা, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেজ, হুলিয়ান আলভারেজ ও জুলিয়ানো সিমিওনে। আরেক স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালেও আছেন একজন আর্জেন্টাইন-হুয়ান ফয়েথ।
আরও পড়ুন: আত্মঘাতী গোলে টটেনহ্যামের জয়, আজারবাইজানের ক্লাবের কাছে হার বেনফিকার
টটেনহ্যাম হটস্পারের রক্ষণের অন্যতম ভরসার নাম ক্রিস্টিয়ান রোমেরো। জাতীয় দলেরও নিয়মিত মুখ তিনি। বেনফিকাতে খেলছেন নিকোলাস ওটামেন্ডি, জিয়ানলুকা প্রেসতিয়ান্নি এবং এনজো বারেনেশিয়া। এনজো ক’দিন আগে অ্যাস্টন ভিলা থেকে ধারে বেনফিকাতে যোগ দিয়েছেন।
ক্লাব ব্রাগার হয়ে খেলছেন একমাত্র আর্জেন্টাইন জাইদ রোমেরো। অলিম্পিয়াকোসে খেলছেন ৩ জন আর্জেন্টাইন- ফ্রান্সিসকো ওর্তেগা, লরেঞ্জো স্কিপিওনি ও সান্তিয়াগো হেজ্জে। অলিম্পিক মার্শেই-তেও খেলেন ৩ আর্জেন্টাইন। গোলকিপার হেরেনিমো রুল্লি, লিওনার্দো বালের্দি এবং ফাকুন্দো মেদিনা।
গালাতাসারাই-য়ে একমাত্র আর্জেন্টাইন হিসেবে খেলছেন মাউরো ইকার্দি। মাঝে গুরুতর চোট পেয়ে দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। প্রথমবারের মতো এবার চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে বেলজিয়ান ক্লাব রয়্যাল ইউনিয়ন সাঁ-জিলোয়া। সেই দলের একমাত্র আর্জেন্টাইন কেভিন ম্যাক অ্যালিস্টার। তিনি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বড় ভাই।
]]>