এবারের আইপিএলে পারিশ্রমিকের পাশাপাশি ম্যাচ ফি'ও পাবেন ক্রিকেটাররা

১ সপ্তাহে আগে
বিশ্বের সবচেয়ে দামী ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ১৮তম আসরের যাত্রা শুরু হচ্ছে আজ (২২ মার্চ) থেকে। আইপিএলে খেলে বিভিন্ন দেশের ক্রিকেটাররা বড় অঙ্কের পারিশ্রমিক পেয়ে থাকেন। এবার সেই অর্থের পরিমাণ আরও বাড়তে যাচ্ছে। কারণ আইপিএলে এবারই প্রথম পারিশ্রমিকের পাশাপাশি ম্যাচ ফি পেতে যাচ্ছেন ক্রিকেটাররা।

এবারের আইপিএলে প্রতি ম্যাচের জন্য সাত লাখ রুপি করে পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা। একজন ক্রিকেটার আইপিএলে কমপক্ষে ১৪টি (লিগ পর্বে ১৪ ম্যাচ) করে ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে শুধু ম্যাচ খেলেই প্রায় এক কোটি রুপি পারিশ্রমিক পাওয়ার সুযোগ থাকছে ক্রিকেটারদের। ফাইনাল পর্যন্ত সবগুলো ম্যাচ খেলতে পারলে সেই পারিশ্রমিকের পরিমাণ গিয়ে দাঁড়াবে ১ কোটি ২৭ লাখ রুপি।

 

আইপিএলের আসরকে ঘিরে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ম্যাচ ফি'র জন্য ১২ কোটি ৬০ লাখ রুপি বরাদ্দ রেখেছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর এই অর্থ নিলামের বাজেটের বাইরের। অতিরিক্ত প্রণোদনা হিসেবে প্রতি ম্যাচে ম্যাচ ফি পাবেন মাঠে নামা ১২ জন ক্রিকেটার (ইমপ্যাক্ট খেলোয়াড়সহ)। 

 

ম্যাচ ফি প্রদানের ঘোষণাটি সর্বপ্রথম সামনে আসে গত বছরের সেপ্টেম্বরে। শুরুতে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি এর বিরোধীটা করেছিল। তাদের প্রশ্ন ছিল, বেঞ্চে থাকা ক্রিকেটারদের তাহলে কী হবে? গত আসর পর্যন্ত খেলোয়াড়েরা তাদের চুক্তির অংশ হিসেবে ফ্র্যাঞ্চাইজিগুলোর নিলামের জন্য মোট বাজেট থেকে একটি প্রণোদনামূলক পারিশ্রমিক পেতেন, যা নির্ধারিত হতো আগের মৌসুমে দলের পারফরম্যান্সের ভিত্তিতে।

 

আরও পড়ুন: শেষ বলে পারটেক্সের এক উইকেটের রুদ্ধশ্বাস জয়

 

ম্যাচ ফি'র পরিবর্তে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রণোদনা তহবিলে রাখার প্রস্তাব দেয়া হয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষ থেকে। নিজেদের পছন্দ অনুযায়ী পারফর্মারদের এই অর্থ পুরস্কার হিসেবে দিতে চেয়েছিল তারা। কিন্তু সেই প্রস্তাব মানেনি আইপিএল কর্তৃপক্ষ। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন