রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে সিলেট একাডেমির মাঠে খুলনার বিপক্ষে দারুণ এক হাফ-সেঞ্চুরি করেছেন জাতীয় দলের সাবেক ওপেনার জাহাঙ্গীর আলমের ছেলে জিসান। হার না মানা ৭৩ রান আসে তার ব্যাট থেকে।
আরও পড়ুন: শেষ ওভারে ২৫ রান তাড়া করে জিতল বরিশাল
জয়ের লক্ষ্যটা খুব একটা বড় ছিলো না। সিলেটের জয়ের জন্য দরকার ছিল ১৪৫ রানের। ওপেনিংয়ে নেমে ৪৮ বলে ৬টি ছক্কা ও চার বাউন্ডারিতে তার ইনিংসটি সাজান জিসান। আর তাতেই ৬ উইকেটের জয় পায় সিলেট।
আগে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি খুলনা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রানের সংগ্রহ পায় তারা। এনামুল হক বিজয় আউট হন ৯ রান করে। ইমরুল কায়েসও বড় করতে পারেননি তার ইনিংসটি। মাত্র ১৪ রান করেই তাকে ফিরতে হয় সাজঘরে।
আরও পড়ুন: ১৮ মাস পর সেঞ্চুরি হাঁকিয়েই রেকর্ড স্মিথের
আজিজুল হাকিম তামিম এ দিন ছিলেন পুরোপুরি ব্যর্থ। তার ব্যাট থেকে আসে মাত্র ৯ রান। এছাড়া মিঠুন করেন ২০ রান। তবে নুরুল হাসান সোহানের ব্যাটে লড়াই করার মতো একটা স্কোর পায় খুলনা। দুই রানের জন্য হাফ-সেঞ্চুরি মিস হয় তার।
জবাবে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন জিসান। তুষারের ব্যাট থেকে আসে ২৪ রান। এছাড়া তোফায়েল আহমেদ ২৩ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।
]]>