রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেছেন বোর্ড প্রধান ফারুক আহমেদ। তিনি সাফ জানিয়ে দিলেন, ‘ফাহিম পদত্যাগ করতে চান, এমন কথা সত্য নয়। বলেছে, কাজ করা কঠিন। পদত্যাগ করতে চায় এমন কিছু শুনিনি। যাই হোক, ফাহিম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে।’
আরও পড়ুন: ফাহিমের সঙ্গে অসদাচরণের ব্যাখ্যা দিলেন ফারুক
বিসিবি প্রধান আরও বলেন, ‘নতুন বোর্ড বলতে তো ফাহিম ভাই আর আমাকেই বোঝায়। বাকি সব তো পুরোনো। যখন কাজের মাত্রা বেশি, লোক সংখ্যা কম তখন অনেক দিকে নজর দিতে হয়। তখন ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। ওই জিনিস থেকেই উনি হয়তো চিন্তা করেছেন কাজ ঠিকমতো করতে পারছেন না।’
ফারুক আহমেদ বলেন, ‘টিকিটের চাপ ছিল, প্রেসিডেন্ট বক্সেও একটা ঘটনা ঘটেছে। সব মিলিয়ে দিনটা আমার ভালো ছিল না। তখন একটা কথা এসেছে। কার সাথে কী বলেছি হয়তো আমার মনেও নেই। মতের অমিল খুব স্বাভাবিক। এখানে দোষের কিছু দেখি না। এগুলো আগে নিজেরা সমাধানের চেষ্টা করা উচিৎ।’
আরও পড়ুন: ২০২৪ সালে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন যারা
বিসিবি সভাপতি আরও বলেন, ‘ফাহিম ভাই আমার বয়োজ্যেষ্ঠ, সিনিয়র মানুষ। আমারও সিনিয়র প্লেয়ার। আমার অনেক সিনিয়। সেদিক বিবেচনা করে উনি হয়তো মনঃক্ষুণ্ণ হয়েছেন। ফাহিম ভাই আর কোনও কথা বলতে চাননি। আমার পাশেই ছিলেন। মোট কথা আমরা সমস্যার সমাধান করেছি।’
]]>