সাতক্ষীরা সদর থানায় বিজিবির দেয়া সূত্রে জানা যায়, বাংলাদেশি এসব নাগরিকরা বিভিন্ন সময়ে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের বোম্বে নগরীতে কেউ গৃহকর্মী, কেউ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। ভারতীয় পুলিশ তাদের বোম্বে এলাকা থেকে আটক করে পশ্চিমবাংলার চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত দিয়ে পুশইন করেছে।
রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তের টহল বিজিবি তাদের আটক করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।
আরও পড়ুন: বৃষ্টির মধ্যেই ২০ জনকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ
আটকদের মধ্যে সাতক্ষীরার টালিগঞ্জ উপজেলার তোতলা গ্রামের মুন্সি নজরুল হকের ছেলে আবু সাঈদ মুন্সি রয়েছেন। তিনি জানান, ৬ বছর আগে সাতক্ষীরার ভোমরা সীমান্ড দিয়ে কাজের সন্ধানে ভারতের বম্বে যান তিনি। এরপর থেকে তিনি সেখানেই ছিলেন।
রংপুরের মুন্সীগঞ্জের বাসিন্দা নাজিম উদ্দীনের ছেলে ওয়াজ কুরুনী দুই বছর আগে কাজের সন্ধানে ভারতে যান। বম্বেতে তিনি কৃষি কাজ করতেন।
আরও পড়ুন: এবার বাংলাদেশে ২৬ জনকে ঠেলে দিল বিএসএফ
নারায়ণগঞ্জের কদমতলী গ্রামের মো. মাসুদের স্ত্রী রোকসানা বেগম কুশখালী সীমান্ত দিয়ে ভারতের বম্বে কাজের সন্ধানে গিয়েছিলেন। একইভাবে যশোর জেলার শার্শা উপজেলার বাঘআছড়া গ্রামের কোরবান আলীর স্ত্রী সাবরিনা খাতুন পাঁচ বছর আগে কাজের সন্ধানে ভারতের বোম্বে যান। এ ছাড়া একই উপজেলার সনাতনকাটি গ্রামের ইব্রাহীম সরদারের মেয়ে হাফিজা বেগম এক বছর ২ মাস আগে কাজের সন্ধানে গিয়েছিলেন বম্বেতে।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার হুলহুলিয়া গ্রামের ওমর আলীর স্ত্রী রোকসানা খাতুন ৬ বছরে আগে বম্বেতে কাজের সন্ধানে গিয়েছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেছেন।
এ ব্যাপারে রাতকরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, বিজিবির সোপর্দ করা পুশইনের ওই ছয়জনকে থানা হাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) তাদের স্ব স্ব অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।