সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার করমপুর সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৮ জুলাই) সকালে বড়লেখা উপজেলার করমপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য বিজিবি তাদের হেফাজতে নিয়েছে। এদের মধ্যে একজন পুরুষ তিনজন নারী ও ছয় শিশু রয়েছে।
আরও পড়ুন: সীমান্ত পথে আরও ৪৮ জনকে বাংলাদেশে ঠেলে দিলো বিএসএফ
বিজিবি (সিলেট) বিয়ানীবাজার-৫২ ব্যাটালিয়ান জানায়, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু বিওপির করমপুর নামক সীমান্ত দিয়ে তারা রাতের আঁধারে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। সোমবার সকালের দিকে নারী পুরুষ ও শিশুসহ ১০ জন পাহাড়ি এলাকায় ঘুরাঘুরি করতে থাকে। এ সময় বিজিবি টহলরত অবস্থায় তাদের দেখে আটক করে।
আটক ১০ জনের এ দলটি রোহিঙ্গার। তারা আজ থেকে পাঁচ বছর আগে কাজের উদ্দেশ্যে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল। পরিচয় নিশ্চিত হওয়ার পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলছে বিজিবি।