এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রবেশ করতে যাচ্ছে সৌদি আরব

১ দিন আগে
হঠাৎ করেই নামিদামি সব ফুটবলারদের দলে ভেড়াতে শুরু করে সৌদি আরবের ক্লাবগুলো। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমাদের মতো ফুটবলারদের দলে ভিড়িয়ে ফুটবল বিশ্বে রীতিমতো শোরগোল ফেলে দেয় সৌদি আরব। এরপর ধীরে ধীরে অনেক নামিদামি তারকাদের ইউরোপ থেকে উড়িয়ে নিয়ে যায় সৌদি ক্লাবগুলো। তবে এবার ফুটবলের পাশাপাশি ক্রিকেটের উন্নয়নেও জোর দিয়েছে দেশটির ক্রিকেট ফেডারেশন।

প্রথমবারের মতো আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টির ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরবের মাটিতে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি চুক্তিও করেছে সৌদি আরব। 

 

সৌদি অ্যারাবিয়ান ক্রিকেট ফেডারেশন এবং আইএল টি-টোয়েন্টির মধ্যে এই অংশীদারিত্বের ফলে শুধু ম্যাচ আয়োজনই নয়, সৌদি আরবে ক্রিকেট প্রতিভা খুঁজে বের করা এবং খেলার মনোন্নয়নের জন্যও একসঙ্গে করবে দুই পক্ষ।   

 

এই চুক্তির আওতায় পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেটারদের ম্যাচও সৌদি আরবে আয়োজনের পরিকল্পনা রয়েছে। আসন্ন মৌসুম থেকেই এই চুক্তি কার্যকর হবে, যা শুরু হচ্ছে আগামী ২ ডিসেম্বর। 

 

আরও পড়ুন: দুদকের তদন্তে নাম আসা ১৫ ক্লাব বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবে না: হাইকোর্ট

 

সংযুক্ত আরব আমিরাত লিগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি অ্যারাবিয়ান ক্রিকেট ফেডারেশন ডিপি ওয়ার্ল্ড ‘আইএল টি-টোয়েন্টি’ (পুরুষ ও নারী)-কে সৌদি আরবে ম্যাচ আয়োজনের জন্য একটি অফিসিয়াল টি-টোয়েন্টি লিগ হিসেবে অনুমোদন দিয়েছে। উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটকে প্রসারিত এবং সমৃদ্ধ করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ 

 

বিবৃতিতে আরও বলা হয়, ‘আরেকটি উল্লেখযোগ্য অগ্রগতি হলো, সৌদি আরবের খেলোয়াড়দের জন্য আইএল টি-টোয়েন্টি-তে খেলার সরাসরি সুযোগ তৈরি হয়েছে। আগামী ১ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘আইএল টি-টোয়েন্টি’ সিজন ৪-এর নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে অবশ্যই সৌদি আরব থেকে কমপক্ষে একজন করে খেলোয়াড়কে দলে নিতে হবে। আগামী বছরগুলোতে আইএল টি-টোয়েন্টি’র ম্যাচগুলো সৌদি আরবেও আয়োজন করা হবে।’  

 

চুক্তি প্রসঙ্গে সৌদি অ্যারাবিয়ান ক্রিকেট ফেডারেশনের চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল আল-সৌদ বলেছেন, ‘আইএল টি-টোয়েন্টি’র সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এই চুক্তিটি আমাদের দেশে ক্রিকেটের বিকাশে এবং খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতিরই প্রতিফলন। এটি রাজ্যের মধ্যে ভক্তদের সম্পৃক্ত করার একটি প্ল্যাটফর্ম তৈরি করবে। এছাড়া অবকাঠামো ও পর্যটন খাতে খেলাটির বিকাশের নতুন পথ খুলে দেবে।’ 

 

আরও পড়ুন: নারী বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কখন, কোথায়?

 

তিনি আরও বলেন, ‘সৌদি আরবের ভিশন ২০৩০-এ খেলাধুলা এবং সামাজিক সম্পৃক্ততার ওপর জোর দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, এই অংশীদারিত্ব আরও তরুণ-তরুণীকে ক্রিকেট খেলতে অনুপ্রাণিত করবে।’ 

 

আইএল টি-টোয়েন্টি’র চেয়ারম্যান খালিদ আল জারুনি বলেন, ‘সৌদি অ্যারাবিয়ান ক্রিকেট ফেডারেশনের সঙ্গে আমাদের অংশীদারিত্ব ঘোষণা করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। সৌদি আরব উপসাগরীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ক্রিকেটের উন্নয়নে তাদের প্রতিশ্রুতি অনুপ্রেরণাদায়ক।’ 

 

আইএল টি-টোয়েন্টি’র সিইও ডেভিড হোয়াইট বলেছেন, ‘উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া আমাদের লক্ষ্যের একটি বড় পদক্ষেপ। আমরা দেখেছি, কীভাবে সংযুক্ত আরব আমিরাতের তরুণ খেলোয়াড়রা বিশ্বমানের কোচিং এবং আন্তর্জাতিক তারকাদের সঙ্গে খেলে উপকৃত হয়েছে। খেলাধুলা ও বিনোদনে সৌদি আরবের গতিশীল অগ্রগতির ফলে এই অংশীদারিত্ব সৌদি ক্রিকেটারদের বিকাশের জন্য এক অসাধারণ সুযোগ তৈরি করবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন