ভারত-পাকিস্তান ম্যাচ হবে, আর সেখানে উত্তাপ থাকবে না, তা কি হয়! গত ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াই উত্তাপকেও ছাড়িয়ে গিয়েছিল। টসের সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে সূর্যকুমার যাদবের হাত না মেলাননি। ম্যাচের পরেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতের একই ধরনের আচরণের ঘটনা গড়িয়েছে অনেকদূর।
ওই ঘটনার পেছনে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় আইসিসির কাছে অভিযোগ জানিয়ে তাকে অপসারণের দাবি তুলে পিসিবি, অন্যথায় দেয়া হয় টুর্নামেন্ট বয়কটের আভাস। ক্রিকেটের অভিভাক সংস্থা সে দাবি প্রত্যাখান করে দেয়ায় আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামতে অস্বীকৃতি জানায় পাকিস্তান। পরে অ্যান্ডি পাইক্রফট অধিনায়ক সালমান আগা ও ম্যানেজারের কাছে ক্ষমা চাওয়ার পর পরিস্থিতি ম্যাচ খেলার অনুকূলে যায়।
একঘন্টা বিলম্বে শুরু হয় পাকিস্তান-আরব আমিরাত ম্যাচ। এ ঘটনাকে নৈতিক বিজয় হিসেবে উল্লেখ করে পিসিবি। তবে, সুপার ফোর শুরুর আগেই এ ঘটনায় নতুন মোড়। এবার এশিয়া কাপের নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে পিসিবিকে পাল্টা চিঠি দিয়েছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থাটির সিইও সঞ্জোগ গুপ্তা পিসিবিকে চিঠি দিয়ে বলেছেন, ম্যাচের দিন পাকিস্তান বারবার বিএমওএয়ের নিয়ম ভেঙেছে। পিসিবি নাকি এরইমধ্যে এই ই-মেইল হাতেও পেয়েছে। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, পিসিবির সঙ্গে একমত হয়ে আইসিসি রাজি হয় যে ভারত ম্যাচ সংক্রান্ত বিষয় মেটাতে পাইক্রফট টসের আগে অধিনায়ক ও ম্যানেজারের সঙ্গে দেখা করবেন।
আরও পড়ুন: এশিয়া কাপের সুপার ফোরের সূচি
উদ্দেশ্য ছিল ভারত ম্যাচের টসের সময় যে ভুল বোঝাবুঝি বা ভুল যোগাযোগ হয়েছিল, তা দূর করা। পিসিবির পক্ষ থেকে বৈঠকে তাদের মিডিয়া ম্যানেজার নাঈম গিলানিকে সঙ্গে নিয়ে আসা হয়। সে সময় আইসিসির দুর্নীতিবিরোধী ম্যানেজার পিসিবির মিডিয়া ম্যানেজারকে ঢুকতে দেননি। কারণ, তিনি মুঠোফোনসহ পিএমওএ এলাকায় ঢুকতে চাইছিলেন। তখন পিসিবি হুমকি দেয় যে মিডিয়া ম্যানেজারকে প্রবেশ করতে না দিলে তারা ম্যাচ থেকে সরে দাঁড়াবে। শেষ পর্যন্ত তারা জোর করে বৈঠকের ভিডিও শব্দ ছাড়া ধারণ করে, যা ছিল পিএমওএ নিয়মের একটি লঙ্ঘন।
পরে সে ভিডিও পিসিবির এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয় পাইক্রফট পাকিস্তানের অধিনায়ক ও ম্যানেজারের কাছে ক্ষমা চেয়েছেন। এতেও আপত্তি জানিয়েছে ইসিসি। তাদের দাবি পাইক্রফট ক্ষমা চাননি। শুধু ভুল যোগাযোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন।