এবার টিভিতে বাংলা ভাষায় দেখা যাবে জনপ্রিয় তুর্কি সিরিজ ‘সুলতান আব্দুল হামিদ’

২ সপ্তাহ আগে
দিন দিন তুর্কি সিরিজগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এবার বাংলাভিশনের পর্দায় বাংলা ডাবিংকৃত রূপে দেখা যাবে তুর্কি ঐতিহাসিক ধারাবাহিক সিরিজ ‘সুলতান আব্দুল হামিদ’।

আগামী ১ সেপ্টেম্বর শুরু হয়ে প্রতি শনিবার থেকে মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে সিরিজটি। সিরিজটি দেখার জন্য দর্শকরা অধির আগ্রহে অপেক্ষা করছে।


এই মহাকাব্যিক ধারাবাহিকে উঠে এসেছে ওসমানীয় সাম্রাজ্যের সর্বশেষ শক্তিশালী সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়-এর শাসনকাল। দর্শকরা দেখতে পাবেন প্রাসাদের অন্তরালে রাজনীতি, ষড়যন্ত্র, রাষ্ট্র পরিচালনার কৌশল এবং ইউরোপীয় শক্তিগুলোর বিরুদ্ধে সুলতানের ঐতিহাসিক লড়াই।

 

আরও পড়ুন: কবরে লাশের সঙ্গে ৬টি সাপ, যা জানালেন তৌসিফ?


পাশাপাশি সিরিজটিতে উঠে এসেছে সাম্রাজ্যের আধুনিকায়নের প্রচেষ্টা এবং খিলাফত রক্ষার সংগ্রাম—যা দর্শকদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে নিয়ে যাবে।

 

আরও পড়ুন: নিশোর নায়িকা নাবিলা, কী বললেন অভিনেত্রী?


“সুলতান আব্দুল হামিদ” হবে দর্শকদের জন্য একটি ব্যতিক্রমী সংযোজন, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত কাহিনীকে বাংলায় উপস্থাপন করবে। 

]]>
সম্পূর্ণ পড়ুন