জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে শুরু হয় সাধারণ বিতর্ক-পর্ব। বিতর্কের প্রথম দিনে দুটি অধিবেশনে ৩০ জনেরও বেশি বিশ্বনেতা বক্তব্য রাখেন।
সাধারণ বিতর্ক পর্বের দ্বিতীয় দিন আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) শুরুতে ভাষণ দেন জেলেনস্কি। জাতিসংঘের ভূমিকা নিয়ে স্পষ্ট প্রশ্ন দিয়ে ভাষণ শুরু করেন তিনি। বলেন, ‘কয়েক দশক ধরে যুদ্ধের মধ্যদিয়ে বেঁচে থাকা যে কেউ জাতিসংঘ বা বিশ্ব ব্যবস্থার কাছ থেকে আসলে কী আশা করতে পারে? কেবল বিবৃতি আর বিবৃতি।’
ভাষণে তিনি গাজা, সিরিয়া ও ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, এই তিন সংঘাত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে পর্যাপ্ত সমর্থন পেতে ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন: গণহত্যার জন্য আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুর বিচার চাইলেন চিলির প্রেসিডেন্ট
এর আগে গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে জাতিসংঘের তীব্র সমালোচনা করেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, জাতিসংঘ অনেক শক্তিশালী বিবৃতি দেয়। কিন্তু বিবৃতি অনুযায়ী কাজ করে না। বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধে জাতিসংঘের অবদান রাখার কথা থাকলেও তাকে যুদ্ধ বন্ধ করতে হচ্ছে বলে দাবি করেন তিনি।
]]>