এবার খরুচে রিশাদ, হারল তার দলও

২ সপ্তাহ আগে
দুই ম্যাচ মাতানোর পর পাকিস্তানে ভিন্ন একদিন পার করলেন রিশাদ হোসেন। পিএসএলে মুলতান সুলতান্সের বিপক্ষে বল হাতে বেশ খরুচে ছিলেন তিনি। তবে, লাহোর কালান্দার্সের হয়ে ৪৫ রান দিলেও ২ উইকেট শিকার করেছেন টাইগার স্পিনার।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রিশাদের প্রথম দুই ম্যাচ কেটেছে স্বপ্নের মতো। তবে মুলতানে এসে দৃশ্যপটে রদবদল। সপ্তম ওভারে এসে যেভাবে শুরু করেন লাহোর কালান্দার্স লেগি তাতে অনেকে ধরেই নিয়েছিলেন মধু চন্দ্রিমা শেষে হয়তো কঠিন বাস্তবতার মুখেই পড়েছেন পিএসএলে লাল-সবুজের একমাত্র প্রতিনিধি।


প্রবাদে আছে সকালের সূর্য দেখে না'কি সারা দিনের ভবিষ্যৎ বলে দেয়া যায়। তবে কি প্রথম ওভারে ১০ রান দেয়া রিশাদের মুলতানের রাতটা হতে চলেছে বিশাদে ঠাসা? যদিও ভক্ত হৃদয় এমন কিছু বিশ্বাস করতে চায়না মোটেও। কিন্তু কি আর করার। দ্বিতীয় ওভারে ১২ রান দেয়া রিশাদ হোসেনকে নিয়ে সত্যিই তখন ভালো কিছুর প্রত্যাশা ছিলো কঠিন।


আরও পড়ুন: ফর্মে ফিরতে শুধু একটা ইনিংস লাগবে বাবরের: মুশতাক 


প্রথম দুই ভারে ২২ রান দিয়ে বসা রিশাদ হোসেন খোলস ছেড়ে বেরিয়ে আসেন তৃতীয় ওভারে। মুলতান সুলতানসের দুই ব্যাটার তখন লাহোর কালান্দার্স বোলারদের কাছে মুর্তিমান আতঙ্ক। শাহিন আফ্রিদি থেকে হারিস রউফ সবাই হয়েছেন কচুকাটা। তবে পরিস্থিতি বদলে দেন লাল সবুজ স্পিনার। উসমান খানকে আউট করে ভাঙ্গেন ৭০ রানের জুটি। একই ওভারের শেষ বলে চান্স ক্রিয়েট করেছিলেন ইয়াসির শাহ'র। তবে নো ম্যান্স ল্যান্ডে পড়ায় বেঁচে যান তিনি।


উইকেট পেলেও চতুর্থ ওভারে রিশাদের ওপর চড়াও হন অ্যাস্টন টার্নার। ছয় দিয়ে শুরু, এরপর চার। শেষটা খুবই বাজে হওয়ার ইঙ্গিত। তবে তার স্পিন ভেলকিতে পড়ে যান অজি ব্যাটার। উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। চার ওভারে ৪৫ রান দিয়ে পিএসএল'র তৃতীয় ম্যাচ শেষ করেন রিশাদ। এই ম্যাচে তুলনামূলক খরুচে বোলিং করলেও রিশাদই হয়েছেন লাহোর কালান্দার্সের টপ উইকেট টেকার।


রিশাদের বাজে সময়ের দিন হেরেছে তার দলও। মুলতানের ২২৮ রানের জবাবে ১৯৫ রানে থেমেছে রিশাদের লাহোর। এটি ছিল এবারের আসরে মুলতানের প্রথম জয়। এদিকে ৪ ম্যাচে ২ জয় নিয়ে টেবিলের তিনে রিশাদে দল লাহোর। 

]]>
সম্পূর্ণ পড়ুন