এবার আর্শদীপের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ পাকিস্তানের

৩ দিন আগে
এশিয়া কাপে মাঠের খেলায় প্রতিদ্বন্দ্বিতা না জমলেও বিতর্কিত কর্মকাণ্ডে উত্তাপ ছড়াচ্ছে ভারত-পাকিস্তান। আইসিসির কাছে পাল্টাপাল্টি অভিযোগ জানানোয় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর কেউই পিছিয়ে নেই। হ্যান্ডশেক বিতর্ক, সাহিবজাদা ফারহান ও হারিস রউফের উদযাপনকে কেন্দ্র করে আইসিসির কাছে পাল্টাপাল্টি অভিযোগ করেছিল ভারত-পাকিস্তান। এবার নতুন করে আরেক ভারতীয়র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পাকিস্তান।

ভারতীয় পেসার আর্শদীপ সিংয়ের বিরুদ্ধে 'অশ্লীল' ইঙ্গিত করার অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


সূত্র মতে, ঘটনাটি ঘটে ২১ সেপ্টেম্বর দুবাইয়ে পাকিস্তান-ভারত সুপার ফোর ম্যাচ শেষে।


অভিযোগে পিসিবি জানায়, আর্শদীপের আচরণ ছিল অনৈতিক, যা আইসিসি আচরণবিধি লঙ্ঘন করেছে এবং খেলার মর্যাদা ক্ষুণ্ন করেছে। তারা আইসিসিকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে অনুরোধ করেছে।


এদিকে, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ-পরবর্তী মন্তব্যের কারণে আইসিসি আচরণবিধি ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।


আরও পড়ুন: ভারত-পাকিস্তান ফাইনাল সামনে রেখে দুবাই পুলিশের বিশেষ নির্দেশিকা


আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, সূর্যকুমারের 'দোষী নই' দাবি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন প্রত্যাখ্যান করেছেন। শাস্তির আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, আশা করা হচ্ছিল তাকে ডিমেরিট পয়েন্ট বা জরিমানার মুখে পড়তে হবে।


বিতর্কের সূত্রপাত ঘটে সূর্যকুমারের ম্যাচ-পরবর্তী মন্তব্যে ভারতীয় সেনার প্রসঙ্গ টেনে আনার কারণে, যা পিসিবি 'গুরুতর আচরণবিধি ভঙ্গ' বলে দাবি করে। পিসিবি প্রথমে তার বিরুদ্ধে লেভেল-৪ শাস্তি (সর্বোচ্চ স্তরের) দাবি করেছিল। তাদের যুক্তি, এ ধরনের মন্তব্য ক্রিকেটের চেতনার পরিপন্থী এবং খেলাধুলার সুনাম ক্ষতিগ্রস্ত করেছে। তবে শেষ পর্যন্ত তাকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়।


অন্যদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) ২১ সেপ্টেম্বরের সুপার ফোর ম্যাচে পাকিস্তানি খেলোয়াড় হারিস রউফ ও সাহিবজাদা ফারহানের উদযাপনকে কেন্দ্র করে আইসিসির কাছে অভিযোগ দায়ের করে।


খবরে বলা হয়, আইসিসি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এতে বাউন্ডারির কাছে দর্শকদের উদ্দেশে রউফের করা ইঙ্গিত এবং ফারহানের অর্ধশতক উদযাপনের ভঙ্গি উল্লেখ করা হয়।


আরও পড়ুন: এশিয়া কাপের ফাইনালে যে একাদশ নিয়ে নামতে পারে ভারত-পাকিস্তান


এই দুই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দেয়।


পরবর্তীতে আইসিসি হারিস রউফকে তার আচরণের জন্য ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করে, আর ফারহানকে ব্যাট দিয়ে 'গুলির মতো রান ছোড়ার' ভঙ্গি করার কারণে ম্যাচ রেফারি রিচার্ডসন আনুষ্ঠানিকভাবে সতর্ক করেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন