সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে তার বাসা থেকে নিথর দেহ উদ্ধার করা হয়। পরে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৯ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নাঈম বিশ্বাসের মরদেহ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি এবং কীভাবে এই ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত কাজ শুরু করা হয়েছে।’
আরও পড়ুন: চট্টগ্রাম মেডিকেলে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
নাঈম বিশ্বাসকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, এর আগে গত ২৩ নভেম্বর চট্টগ্রামের চকবাজার থানার টয়লেট থেকেও এএসআই অহিদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল।

২ দিন আগে
১






Bengali (BD) ·
English (US) ·