এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে অ্যাডভোকেট শাহিন

১ সপ্তাহে আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে তিনি সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


দলীয় সূত্র জানায়, শাহিনকে নতুন পদে আনার মাধ্যমে বরিশাল বিভাগে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা নিয়েছে এনসিপি। তিনি স্থানীয় পর্যায়ে দলকে শক্তিশালী করা, মহানগর ও জেলা আহ্বায়ক কমিটি গঠন, নতুন সদস্য সংগ্রহ এবং জনসংযোগ কার্যক্রম তদারকির দায়িত্বে থাকবেন।


অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে অনুশীলন করছেন। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে কর্মরত রয়েছেন। আইনপেশার পাশাপাশি তিনি রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয়। এর আগে এনসিপির গঠনতন্ত্র প্রণয়ন ও আইনজীবী উইং গঠনের উদ্যোগে সরাসরি ভূমিকা রাখেন।


আরও পড়ুন: এনসিপির বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব পেলেন যারা


নতুন দায়িত্ব প্রসঙ্গে শাহিন জানান, দলের প্রতি আস্থা ও দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি বরিশাল বিভাগের মানুষের কল্যাণে কাজ করবেন। সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি তরুণ প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত করাই হবে তার মূল লক্ষ্য।

]]>
সম্পূর্ণ পড়ুন