বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাসান আলী। তিনি জানান, নতুন দায়িত্ব হিসেবে সুজা উদ্দিন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক কার্যক্রম তদারকি করবেন। বিভাগীয় কমিটি গঠন, স্থানীয় নেতাকর্মীদের সমন্বয় এবং জনসংযোগ জোরদার করাই হবে তার প্রধান কাজ।
বুধবার (১ অক্টোবর) রাতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন দায়িত্বপ্রাপ্তরা আগের সব দায়িত্ব থেকে অব্যাহতি সাপেক্ষে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা আগামী ১ মাসের মধ্যে জেলা ও মহানগর কমিটি গঠন করবেন।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাসান আলীর জানান, ১২ আউলিয়ার পুণ্যভূমি বন্দরনগরী চট্টগ্রাম। ভৌগোলিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিশ্বে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম। সুজা উদ্দীনের নতুন নেতৃত্ব দলকে আরও শক্তিশালী করবে। কারণ বন্দরনগরী চট্টগ্রাম শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার নেতৃত্বে বিবাগে দলের কার্যক্রম আরও গতিশীল হবে।
আরও পড়ুন: এনসিপির বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব পেলেন যারা
এর এস এম সুজা উদ্দীন আগে দক্ষিণ এশিয়া সেলের দায়িত্বে থেকে রোহিঙ্গা সংকট, আসাম এনআরসি এবং আঞ্চলিক কূটনৈতিক বিষয় নিয়ে সক্রিয়ভাবে কাজ করেছেন। তার পেশাগত অভিজ্ঞতার মধ্যে রয়েছে সাংবাদিকতা ও নীতি বিশ্লেষণ, পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা।