এনসিপির কমিটিতে আওয়ামী লীগের প্রেতাত্মা থাকলে ছাড় দেয়া হবে না: বিএনপি নেতা

৪ দিন আগে
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো কমিটিতে আওয়ামী লীগের প্রেতাত্মা থাকলে বিএনপি তাদের কোনো ভাবেই ছাড় দিবে না। কমিটি দেয়ার আগে ঠিকভাবে যাচাই-বাছাই করে দিবেন। আওয়ামী লীগের লোক দিয়ে কমিটি দিবেন, আর তারাই এসে হুমকি-ধামকি দিবে এটা কোনভাবেই জনগণ মেনে নিবো না।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আনিসুর রহমান তালুকদার খোকন আরো বলেন, বিএনপি সরকার গঠন করলে সেখানে কোনো চোর বাটপার বা কোনো ফ্যাসিস্ট এমপি-মন্ত্রী হতে পারবে না। যারা মন্ত্রী হবে, তারা হবেন জনগণের মন্ত্রী, ভালো মানুষ হবেন তারা।

 

আরও পড়ুন: ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিলো জামায়াত ও এনসিপির প্রতিনিধিদল


আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় বিএনপির এই নেতা বলেন, ২০১৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে তারা (আওয়ামী লীগ) দিনের ভোট একদিন আগে রাতেই করেছেন। আবার ২৪ সালে সকল নির্বাচনকে হার মানিয়ে ইচ্ছেমত ডামি নির্বাচন করে সরকার গঠন করেছেন। যে কেন্দ্রে ৩ হাজার ভোট আছে, সেই কেন্দ্রে ৪ হাজার ভোটও বাক্সে ভরে রেখেছেন। কিন্তু দেখেন, আপনারা (আওয়ামী লীগ নেতারা) দেশ ছাড়া হয়ে গেছেন। আগামী নির্বাচন বিদেশে বসে আপনারা শুধু দেখবেন। আর জনগণ হাসিমুখে ভোট দেবে এবং তাদের নির্বাচিত জনপ্রতিনিধি তৈরি করবে। আওয়ামী লীগ শুধু দূরে বসে আফসোস করবেন।


তিনি আরও বলেন, বিএনপি গায়ের জোড়ে, ব্যালটে সিল মেরে, ব্যালট পেপার ছিনতাই করে বিনা ভোটে জয়ী হতে চায় না। জনগণের সমর্থন, ভালোবাসা আর দোয়া নিয়ে আমরা জনপ্রতিনিধি হতে চাই। আওয়ামী লীগের মত কারচুপির নির্বাচন আমরা কখনোই আর চাই না।

 

আরও পড়ুন: পীরগঞ্জে এনসিপির ৩ নেতার পদত্যাগ

 

ঝাউদি ইউনিয়নের বিএনপির প্রবীন নেতা আ. মালেক আকনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, সদস্যসচিব জাহান্দার আলী জাহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসানসহ অনেকেই।
 

]]>
সম্পূর্ণ পড়ুন