এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স- জাপান-এর আহ্বায়ক কমিটি ঘোষণা

২ দিন আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স- জাপান-এর আহবায়ক কমিটি ঘোষণা ঘোষণা করা হয়েছে। গত বুধবার (১৯ নভেম্বর) দলটির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী স্বাক্ষরিত এক বিবৃতিতে আগামী ছয় মাসের জন্য কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটিতে সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মাইনুল হক (দিদার কচি)। কমিটির গুরুত্বপূর্ণ তিনটি দায়িত্বে রয়েছেন—আহবায়ক: যুবাইর আহমেদ (সরদার), সদস্য সচিব: মোঃ রায়হান আলী এবং মূখ্য সংগঠক: আব্দুর রহমান।

 

কমিটিতে উপদেষ্টা, সিনিয়র যুগ্ম আহবায়ক, যুগ্ম আহবায়ক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিব, যুগ্ম মুখ্য সংগঠক (পশ্চিম), যুগ্ম মুখ্য সংগঠক (পূর্ব), ছাত্র ও সাংস্কৃতিক সচিব, কোষাধ্যক্ষ, সংগঠক, কার্যনির্বাহী সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাখা হয়েছে।

 

নেতৃত্বের এই বৃহত্তর অন্তর্ভুক্তি এনসিপি–জাপানকে আরও সুসংগঠিত, সক্রিয় ও জনমুখী করে তুলবে বলে আশা করা হচ্ছে।

 

আরও পড়ুন: বরগুনা-২ আসনে এনসিপির মনোনয়ন কিনলেন যারা

]]>
সম্পূর্ণ পড়ুন