মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত পৌনে ১০টায় নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের তথ্য জানান।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ছিল আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু এনসিপি সময়ের সঙ্গে সেই লক্ষ্য থেকে সরে এসেছে।’
তিনি আরও বলেন, ‘আমি দেশের ইসলামপ্রিয় জনগণের আকাঙ্ক্ষাকে আরও নিবিড়ভাবে প্রতিনিধিত্ব করার সংকল্প নিয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।’
পদত্যাগপত্রে রিদওয়ান হাসান এনসিপির সূচনায় যুক্ত হতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দলটির কল্যাণ ও সাফল্য কামনা করেন।
আরও পড়ুন: এনসিপির যুগ্ম সদস্যসচিব সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি
এদিকে, পদত্যাগপত্রের অনুলিপি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের শীর্ষ নেতাদের পাঠানো হয়েছে বলেও জানা গেছে।
]]>