এনসিপি কার্যালয়ের সামনে ককটেল হামলা, আহত ৪

২ সপ্তাহ আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের নিচে ককটেল বিস্ফোরণ ঘটেছে। অভিযোগ উঠেছে দলটির সদস্যস সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেলটি ছোড়া হয়। এতে দলটির ৪ নেতাকর্মী আহত হয়েছেন।

ঘটনার প্রতিবাদে সোমবার (২৩ জুন) রাত পৌনে ১২টার দিকে আখতার হোসাইন, তাসনিম জারা ও সামান্তা শারমিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। 
 

এরআগে রোববারও (২২ জুন) দলটির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়।

 

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, এনসিপির নিবন্ধন ইস্যুতে দলের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। মানুষ এনসিপি অফিসে আসা শুরু করেছে। এ অবস্থায় সাধারণ মানুষকে ভয় দেখাতে ও আতংক ছড়াতে ককটেল হামলা চালানো হচ্ছে।

 

আরও পড়ুন: জনগণ পরিবারতান্ত্রিক রাজনীতি মানবে না: হান্নান মাসুদ 

 

যুগ্ম সদস্য সচিব জয়নুল আবেদিন শিশির জানান, আহতদের মধ্যে দলটির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক শফিকুল ইসলাম, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন ও এনসিপির মহানগরীর নেতা আসিফ উদ্দিন সম্রাট রয়েছেন। 

 

এদিকে বাংলামোটরের এনসিপি কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল  শাহবাগে গিয়ে শেষ হয়। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, হামলা করে বিচার ও সংস্কার কাজ থামানো যাবে না। যারা নিষিদ্ধ হওয়ার পরেও ঝটিকা মিছিল করছে, তাদের কঠোর হস্তে দমনের জন্য আইনশৃঙ্খলা বাহীনির প্রতি তিনি আহবান জানান। এছাড়া এনসিপি নেতারা নিরাপত্তা শঙ্কায় রয়েছে জানিয়ে তিনি নেতাকর্মীদের নিরাপত্তায় দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার দৃষ্টি আকর্ষণ করেন।   

]]>
সম্পূর্ণ পড়ুন