এনসিএলের প্লে-অফে কে কার প্রতিপক্ষ

২ সপ্তাহ আগে
জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্টের লিগ পর্বের খেলা শেষ হয়েছে আজ (১৯ ডিসেম্বর)। শেষ দিন প্লে-অফে ওঠার সুযোগ ছিল পাঁচ দলের। তবে সব সমীকরণ মিলিয়ে সেখান থেকে শেষ পর্যন্ত শীর্ষ চার নিশ্চিত করেছে খুলনা ও চট্টগ্রাম।

শেষ রাউন্ডে ঢাকা মহানগরের কাছে হেরেও শেষ চারে উঠেছে চট্টগ্রাম। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে ১৭ রানে ঢাকা মহানগরের কাছে হেরেছে তারা। তবে নেট রানরেট ভালো থাকায় শেষ চারের টিকিট পেয়েছে তারা।  

 

আর খুলনা শেষ ম্যাচে আজ রংপুরকে হারিয়েছে ৩৪ রানে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৯৫ রান করা খুলনা রংপুরকে আটকে দেয়ে ১৬১ রানে।  এই জয়ে নিশ্চিত হয়েছে তাদের প্লে-অফও। ঢাকা মহানগর এবং রংপুর আগেই নিশ্চিত করেছে তাদের প্লে-ফ। 

 

আরও পড়ুন: জিম্বাবুয়ের টেস্ট দলে বেন কারেনসহ ৭ অনভিষিক্ত

 

একদিনের বিরতি দিয়ে আগামী শনিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে প্লে-অফ। সেখানে এলিমিনেটর ম্যাচে খুলনার মুখোমুখি হবে চট্টগ্রাম। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়। একই দিন অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচও। এই ম্যাচে মাঠে নামবে ঢাকা মহানগর এবং রংপুর। এই ম্যাচটি হবে শনিবার দুপুর দেড়টায়। 

]]>
সম্পূর্ণ পড়ুন