এনসিএল টি-টোয়েন্টির সূচি ও টিকিটের মূল্য প্রকাশ

৩ সপ্তাহ আগে
প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির সূচি ও টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১১ ডিসেম্বর ঢাকা-সিলেট ম্যাচ দিয়ে উদ্বোধন হবে আসরের। ২৪ ডিসেম্বর ফাইনালের মধ্যে দিয়ে নামবে পর্দা। সর্বোচ্চ ৩০০ টাকা থেকে শুরু করে মাত্র ৫০ টাকা মূল্যের টিকিটেও ম্যাচ দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

 

বিপিএলের বাইরে আরও একটি টি-টোয়েন্টি লিগের চাওয়া ছিল দীর্ঘদিনের। কারণ একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগে দেশের অনেক ক্রিকেটারই খেলার সুযোগ পেতেন না। যেমন গত আসরে রিশাদ হোসেনও বেশিরভাগ সময় বেঞ্চে কাটিয়েছেন। আবার বিপিএলের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার জন্যেও এ টুর্নামেন্ট হতে পারে প্রস্তুতির ম্যাচ।

 

সবকিছু আমলে নিয়ে জাতীয় লিগে টি-টোয়েন্টি যুক্ত করেছে বিসিবি। যার প্রথম আসর শুরু হতে যাচ্ছে এবার। সোমবার (৯ ডিসেম্বর) টুর্নামেন্ট শুরুর আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে বিসিবি। একই দিন টিকিটের মূল্য ও প্রাপ্তির স্থানও জানিয়ে দিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

 

আরও পড়ুন: যুব এশিয়া কাপ চ্যাম্পিয়নদের ৫০ লাখ পুরস্কারের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

 

জাতীয় লিগের ৮ দলকে নিয়ে আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্টটির। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই মাঠে খেলা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। ২০ ওভারের টুর্নামেন্টে অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো।

No description available.এনসিএল টি-টোয়েন্টি লিগের পূর্ণাঙ্গ সূচি। ছবি: বিসিবি

জাতীয় লিগ টি-টোয়েন্টির খেলা মাঠে বসে দেখতে তিনটি ক্যাটাগরিতে টিকিট ক্রয় করতে হবে সমর্থকদের। যেখানে গ্র্যান্ডস্ট্যান্ডে বসে খেলা দেখতে ৩০০ টাকা খরচ করতে হবে। ১০০ টাকায় ক্লাব হাউজে এবং মাত্র ৫০ টাকায় গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

 

আরও পড়ুন: সাকিব ও সৌম্যর পর লঙ্কা টি-টেনে রনি তালুকদার

 

২০ ওভারের এ টুর্নামেন্টের খেলা দেখা যাবে বাংলাদেশের একমাত্র স্পোর্টস টেলিভিশন টি- স্পোর্টসে। এ ছাড়া ভারতের জনপ্রিয় অ্যাপ ফ্যানকোডেও খেলা দেখতে পারবেন বাংলাদেশের বাইরের দর্শকরা। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন