টানা দ্বিতীয়বারের মতো নেপালকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালকে নেতৃত্ব দেবেন টপ অর্ডার ব্যাটার রোহিত পাউডেল। তার সহকারী হিসেবে থাকবেন অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরি।
কিছুদিন আগে শেষ হওয়া নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন শের মল্লা। ওই টুর্নামেন্টে তিনি ১০ ম্যাচে ১৭ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন, ইকোনমি ছিল মাত্র ৬.৫০। লুম্বিনি লায়ন্সকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তিনি টুর্নামেন্টের ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কারও জিতেছেন।
নেপাল স্কোয়াডে টপ-অর্ডার ব্যাটার ও কার্যকর অলরাউন্ডারদের ভালো সমন্বয় রয়েছে। বোলিং আক্রমণের মূল ভরসা লেগস্পিনার সন্দীপ লামিচানে। স্পিন আক্রমণে তার সঙ্গী হিসেবে থাকছেন ললিত রাজবংশী, শের মল্লা ও দীপেন্দ্র সিং আইরি। পেস আক্রমণের নেতৃত্ব দেবেন করণ কেসি, তার সঙ্গে থাকবেন নন্দন যাদব, সোমপাল কামি ও অলরাউন্ডার গুলশন ঝা। ১৫ সদস্যের এই স্কোয়াডে অলরাউন্ডারদের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, টুর্নামেন্টের মাঝেই ছুটি নেবেন দুই তারকা
ব্যাটিংয়ের মূল ভরসা ২৩ বছর বয়সী রোহিত পাউডেল। ওপেনিংয়ে আক্রমণাত্মক কুশল ভুর্তেল থাকবেন, আর ইনিংস গুছিয়ে নেওয়ার দায়িত্বে থাকবেন আসিফ শেখ। শেষের দিকে ব্যাট হাতে ঝড় তোলার জন্য গুরুত্বপূর্ণ হবেন গুলশন ঝা ও দীপেন্দ্র সিং আইরি।
২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে নেপাল চারটি ম্যাচ খেলেছিল। যদিও তারা কোনো ম্যাচ জিততে পারেনি, তবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে তাদের লড়াকু পারফরম্যান্স নজর কাড়ে। ২০২৬ বিশ্বকাপে নেপালের অভিযান শুরু হবে ৮ ফেব্রুয়ারি, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের সব ম্যাচই তারা এই ভেন্যুতে খেলবে।
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য নেপাল স্কোয়াড:
রোহিত পাউডেল (অধিনায়ক), দীপেন্দ্র সিং আইরি (সহ-অধিনায়ক), সন্দীপ লামিচানে, কুশল ভুর্তেল, আসিফ শেখ, সন্দীপ জোরা, আরিফ শেখ, বাসির আহমাদ, সোমপাল কামি, করণ কেসি, নন্দন যাদব, গুলশন ঝা, ললিত রাজবংশী, শের মল্লা, লোকেশ বাম।

১ সপ্তাহে আগে
১








Bengali (BD) ·
English (US) ·