এটাই লিভারপুলে সালাহর শেষ মৌসুম!

৪ সপ্তাহ আগে
স্বপ্নের মতো মৌসুম কাটাচ্ছেন মোহামেদ সালাহ। গোল করে আর করিয়ে লিভারপুলকে দেখাচ্ছেন শিরোপার স্বপ্ন। বয়স ৩২ হয়ে গেলেও সালাহর খেলা দেখে বোঝার উপায় নেই। তর্কসাপেক্ষে চলতি মৌসুমে এখন পর্যন্ত সেরা খেলোয়াড়ও তিনিই। এমন সোনার ডিম পাড়া হাঁস কে খোয়াতে চাইবে! অথচ মিশরীয় ফরোয়ার্ডের কথা শুনে মনে হচ্ছে, লিভারপুল তাদের সোনার ডিম পাড়া হাঁসকে হারাতে চলেছে এবং সেটি নিজেদের দোষেই।

চলতি মৌসুমটিই হতে পারে লিভারপুলের হয়ে মোহামেদ সালাহর শেষ বছর। ফের এমনটিই জানিয়েছেন এই মিশরীয় ফরোয়ার্ড। মার্সিসাইডের ক্লাবটির সঙ্গে চুক্তির শেষ বছরে আছেন সালাহ। মাত্র ছয় মাস পর এই মৌসুম শেষ হলেই অলরেডদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তার। কিন্তু নতুন করে চুক্তির বিষয়ে ক্লাবটির সঙ্গে দর কষাকষি থমকে যাওয়ার পর ক্লাব ছাড়ার প্রস্তুতি নেয়া শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি।


চলতি মৌসুম শেষে সালাহর আরও দুই সতীর্থ ভারজিল ফন ডাইক ও অ্যালেক্সান্ডার আর্নল্ডেরও চুক্তির মেয়াদ শেষ হবে। ৩২ বছর বয়সী সালাহ অ্যানফিল্ডে দুর্দান্ত একটা মৌসুম কাটাচ্ছেন। লিগে এরই মধ্যে ১৭ গোল ১৩ অ্যাসিস্ট করেছেন। তাতে লিগের টেবিলে লিভারপুলও নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬  পয়েন্ট এগিয়ে শীর্ষে অবস্থান করছে।

 

আরও পড়ুন: লাল কার্ডের পর বড় শাস্তির মুখে ভিনিসিউস


নতুন করে চুক্তির বিষয়ে প্রায় এক মাস ধরে সালাহর এজেন্টের সঙ্গে দর কষাকষি চলছে প্রিমিয়ার লিগের ক্লাবটির। তবে গতকাল শুক্রবার (৩ ডিসেম্বর) সালাহ জানান, চুক্তিতে ক্লাবটির সঙ্গে তার চুক্তিতে সম্মত হওয়ার পথ এখনও অনেকটাই বাকি।


অ্যানফিল্ডে এই মৌসুমটাকেই তাই নিজের শেষ ধরে নিয়ে খেলছেন সালাহ। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, 'এখন পর্যন্ত? হ্যাঁ (এটাই শেষ মৌসুম)। শেষ ছয় মাস চলছে (চুক্তির) কিন্তু কোনো অগ্রগতি নেই (নতুন চুক্তির), আমরা কোনো ধরনের অগ্রগতি থেকে অনেক দুরে আছি, তাই আমাদের দেখা ও অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই।'


এই মৌসুমের শুরুতেই প্রিমিয়ার লিগকে পাখির চোখ করার বিষয়টিও জানিয়েছেন সালাহ। তিনি বলেন, 'এই তালিকায় সবার প্রথমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জয়কেই রেখেছি।'


 

চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন সালাহ। নতুন রেকর্ড গড়ছেন। তবে ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি। ছবি: রয়টার্স


'শেষ সাত-আট বছরে আমার সাক্ষাৎকারে আমি সবসময়ই  বলেছি (আমি জিতিতে চাই) চ্যাম্পিয়ন্স লিগ। এবারই প্রথমবার আমি বলছি আমি সত্যিই লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জিততে চাই।' সালাহ যোগ করেন।


আরও পড়ুন: বার্সেলোনা প্লেয়ারদের কত বেতন দেয়, কে সবচেয়ে বেশি বেতন পান?


হঠাৎ প্রিমিয়ার লিগ জেতাকে অগ্রাধিকার কেন? -এমন প্রশ্নের জবাবে এই মিশরীয় ফরোয়ার্ড বলেন, 'আমি জানি না। এটা হয়ত এই কারনে যে, আমরা যেটা জিতেছিলাম সেটা আমরা যেভাবে আই সেভাবে উদযাপন করতে পারিনি এবং পূর্বের জায়গায় ফিরে আসি, এটা ক্লাবে আমার শেষ বছর, তাই আপনি অবশ্যই এই শহরের জন্য বিশেষ কিছু করতে চাইবেন। আমার মাথায় এই বিষয়টিই আছে।'


'আমরা এই শিরোপার জন্য ৩০ বছর কিংবা আরও বেশিদিন ধরে অপেক্ষা করেছি। এটা জিতেছি এবং সে সময় মহামারি শুরু হয়, সঠিকভাবে উদযাপনের জন্য আমরা সময়ই পাইনি। এটা ভালো কিছু ছিল না, আশা করি এ বছর আমরা এটা পারব।'

]]>
সম্পূর্ণ পড়ুন