এটাই ম্যান ইউনাইটেড ইতিহাসের সবচেয়ে বাজে দল: কোচ

১ সপ্তাহে আগে
কোচ বদলেও ভাগ্যের বদল নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। এরিক টেন হ্যাগ যুগের সমাপ্তির পর রেড ডেভিলদের কোচ হয়েছেন পর্তুগিজ কোচ রুবেন আমোরিম। স্বদেশি ক্লাব স্পোর্টিং সিপিকে সাফল্য এনে দিয়ে আলোচনায় থাকা এই কোচও পারছেন না রেড ডেভিলদের হারানো ঐতিহ্য ফিরিয়ে দিতে। ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দশা কমছেই না ম্যানচেস্টার ইউনাইটেডের।

ফের হারের মুখ দেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ব্রাইটনের কাছে ৩-১ গোলের ব্যবধানে উড়ে গেছে রুবেন আমোরিমের দল। যা চলতি মৌসুমে লিগে রেড ডেভিলদের দশম হার। ২২ ম্যাচে মাত্র ৭টিতে জয়ের মুখ দেখেছে তারা, বাকি ৫ ম্যাচে ড্র করে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে আছে।


গত নভেম্বরে টেন হ্যাগের স্থলাভিষিক্ত হওয়ার পর আমোরিমের অধীনে লিগে ঘরের মাঠে ৬ ম্যাচ খেলে ৪টিতেই হেরেছে ইউনাইটেড। ১৮৯৩-৯৪ মৌসুমের পর এটাই তাদের সবচেয়ে বাজে রেকর্ড। সে সময় নিউটন হিথ নামে পরিচিত ক্লাবটি ঘরের মাঠে তাদের প্রথম ১২ ম্যাচের ৬টিতেই হেরেছিল।


গতকাল ব্রাইটনের কাছে ঘরের মাঠে হারের পর ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম এই দলটিকেই ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বাজে দল হিসেবে আখ্যায়িত করেন।


আরও পড়ুন: সৌদি ক্লাব ছেড়ে শৈশবের ক্লাবে ফিরছেন নেইমার!


সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমি বোকা নই, ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে আমরাই মনে হয় সবচেয়ে বাজে দল। আমাদের এটা স্বীকার করতে হবে এবং পরিবর্তন করতে হবে।'


তিনি যোগ করেন,'প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে আমরা মোটে ৩টি জিতেছি, আমি জানি ম্যানচেস্টার ইউনাইটেডের একজন সমর্থক হিসেবে, নিজের জায়গা থেকে কল্পনা করলে, আমরা এমন একজন কোচ এনেছি যে তার আগের জনের চেয়েও বেশি হারছে, এটা কল্পনা করেন। আমাদের এখান থেকে নিজেদের উদ্ধার করতে হবে। আমি এটা জানি।'


 

সংবাদ সম্মেলনে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম। ছবি: ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাপ


ইউনাইটেড এর আগে ঘরের মাঠে চার ম্যাচের তিনটিতেই নিউক্যাসল ইউনাইটেড, বোর্নমাউথ এবং নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরেছে, বাকি ম্যাচটিতে আমাদ দিয়ালোর হ্যাটট্রিকে লিগের তলানির সাউদাম্পটনের বিপক্ষে জয় পেয়েছে। আমোরিম আক্ষেপ করে জানিয়েছেন, যেসব দলের সঙ্গে মুখোমুখি হয়েছেন তাদের বেশিরভাগই ইউনাইটেডের চেয়ে ভালো।


তিনি বলেন, 'প্রতিপক্ষরা নানাদিক থেকেই আমাদের চেয়ে ভালো, আমরা ধারাবাহিক হতে পারছি না। আমি এই মুহূর্তে আমার খেলোয়াড়দের সাহায্য করতে পারছি না। এটা কঠিন সময়, আমাদের স্বীকার করতেই হবে যে সময়টা বড্ড কঠিন, সবই খারাপ রেকর্ড, ঘরের মাঠে হেরে চলা, প্রিমিয়ার লিগে হেরে যাওয়া, আমরা প্রত্যাশার চেয়ে বাজে।'

 
আরও পড়ুন: নতুন চুক্তিতে দিনে কোটি টাকার উপর আয় হলান্ডের!


ব্রাইটনের বিপক্ষে পুরো ৯০ মিনিটে মাত্র একটি শটই লক্ষ্যে রাখতে পেরেছে ইউনাইটেড, পেনাল্টি স্পট থেকে ব্রুনো ফার্নান্দেসের গোল। কোচ কিছুতেই বুঝতে পারছেন না তার খেলোয়াড়রা কেন ভালো করছে না, যেখানে লিগের দ্বিতীয় সর্বোচ্চ বেতন দেয়া ক্লাব তারাই। শেষ তিন বছরে খেলোয়াড়দের পেছনে ৬০০ মিলিয়ন পাউন্ড বা ৮ হাজার ৯০১ কোটি ১৮ লাখ টাকা খ্রচ করেছে ইউনাইটেড।


আমোরিম বলেন, 'এটা ব্যাখ্যাতীত, আমাদের এই মুহূর্তে ব্যর্থতা স্বীকার করতে হবে এবং সমস্যার ভেতরে ঢুকে পড়া যাবে না। এখানে সবাই প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না, পরিস্থিতি কেমন সেটা অবান্তর। প্রিমিয়ার লিগে কোনো ক্লাবের এতোগুলো ম্যাচ হারা মেনে নেয়ার মতো নয়। এটা সত্যিই কঠিন সময় কিন্তু আমাদের (চেষ্টা) চালিয়ে যেতে হবে।' 

]]>
সম্পূর্ণ পড়ুন