আগামী বছর ভারতের পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী রাজ্য বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সময় নির্বাচন কমিশন ঘোষণা করেছে, ১৯৮৭ থেকে ২০২৪ সালের মধ্যে জন্মগ্রহণকারীদের ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে তাদের বাবা-মায়ের জন্ম সনদ জমা দিতে হবে। এ নিয়েই তীব্র আপত্তি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দীঘা সমুদ্র সৈকতের পাশে নতুন নির্মিত শ্রী শ্রী জগন্নাথ ধামের রথযাত্রায় অংশ নিতে যোগ দিয়েছেন মমতা। বৃহস্পতিবার সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ভোটার তালিকায় নাম ওঠানোর ক্ষেত্রে বাবা-মায়ের জন্ম সনদ চাওয়াকে ভারতের নাগরিকদের নিবন্ধন বা এনআরসি'র চেয়েও বিপজ্জনক উল্লেখ করেন।
আরও পড়ুন: অপারেশন সিন্দুরের বিরোধিতা করছেন মমতা: অমিত শাহ
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১৯৮৭-এর আগে যারা জন্মেছে তারা ভারতের নাগরিক নয়? ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পেয়েছিল। তাহলে ১৯৮৭ সাল কোথা থেকে এল? বুঝতে পারছি না আমি...২০০৪ সালই বা কেন এল?
বাবা-মায়ের জন্মের নথি কীভাবে মিলবে সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মমতার তোপ, ‘বাবা-মায়ের বার্থ সার্টিফিকেট দিতে হবে, এটা কী নিয়ম...প্রাতিষ্ঠানিক প্রসব তো আগে তো ছিল না। নিজেদেরই জন্মসনদ নেই। বাবা-মায়ের কোথা থেকে দেবে?’
আরও পড়ুন: মোদিকে লাইভ টিভি বিতর্কের চ্যালেঞ্জ মমতার
মাত্র দু'দিন আগে বিজেপিশাসিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষাভাষী ভারতীয়দের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগ তুলেছিলেন। এবার ভোটার তালিকা নিয়েও বিজেপি সরকারের সমালোচনায় মুখর হলেন তৃণমূল নেত্রী।
]]>