এজেন্ট বরখাস্তের খবর নিয়ে নতুন তথ্য দিলেন ডুয়া লিপা

১ সপ্তাহে আগে
গ্লাস্টনবারি মিউজিক ফেস্টিভ্যাল থেকে ফিলিস্তিনপন্থী আইরিশ ব্যান্ড ‘নিসক্যাপ’কে বাদ দেয়ার দাবিতে লেখা একটি চিঠিতে সমর্থন জানিয়ে স্বাক্ষর করে ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপার এজেন্ট ডেভিড লেভি। ইসরাইলকে সমর্থন দেয়ায় সেই এজেন্টকে বরখাস্ত করেছেন গায়িকা। এমন খবর যখন বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে তখন সে প্রসঙ্গ নিয়ে নতুন তথ্য দিয়েছেন ডুয়া লিপা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ডুয়া লিপা একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি জানান, এজেন্ট বরখাস্ত নিয়ে ছড়িয়ে পড়া খবর তার নজরে পড়েছে। কারো ব্যক্তিজীবনে হস্তক্ষেপ বা এমন কোনো আচরণ তিনি সমর্থন করেন না।

 

ক্ষোভ প্রকাশ করে তিনি আরও জানান ছড়িয়ে পড়া খবর সত্য নয়। এমন খবর উদ্দেশ্যমূলকভাবে প্ররোচনামূলক। 
এর জন্য ডেইলি মেইল সংবাদমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। গায়িকা বলেন,

ডেইলি মেইলে প্রকাশিত খবরটি অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত। তবে কোনো শিল্পী সত্য তুলে ধরলে তাতে ডেভিড লেভি কিংবা সংগীত-সংশ্লিষ্ট যে কেউ হোক- তাদের এমন আচরণ আমি সমর্থন করি না। আর ঘটনাটি সংবাদমাধ্যমে যেভাবে এসেছে, সেটাও এড়িয়ে যাওয়া যায় না।

 

এই শিল্পী আরও বলেন,

খবরটি শুধু মিথ্যাই নয়, ডেইলি মেইল যে ভাষা ব্যবহার করেছে তা উদ্দেশ্যমূলকভাবে প্ররোচনামূলক, যা কেবল ক্লিকবেটের জন্য তৈরি করা হয়েছে , এটি অনলাইনে বিভাজন তৈরি করতে পারে।

 

আরও পড়ুন: ইসরাইলকে সমর্থন করায় এজেন্টকে বরখাস্ত করলেন ডুয়া লিপা

 

প্রসঙ্গত, ব্যক্তিজীবনে ইসরাইলের কড়া সমালোচক ডুয়া লিপা। তবে তার মানে এই নয়, যে তিনি কোনো ব্যক্তি বা শিল্পীর দৈনন্দিন কার্যক্রমে কোনো ভূমিকা রাখবেন। তাই নিজের অবস্থান সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করেন গায়িকা। পাশাপাশি তার ম্যানেজমেন্ট কোম্পানি ‘উইলিয়াম মরিস এনডেভার’-ও ছড়িয়ে পড়া খবরটিকে ‘পুরোপুরি মিথ্যা’ বলে পৃথক একটি বিবৃতি প্রকাশ করে।

 

আরও পড়ুন: ফিলিস্তিনি স্নাইপারের গুলিতে ইসরাইলি সেনা নিহত

]]>
সম্পূর্ণ পড়ুন