এগিয়ে আসল গাব্বা টেস্টের সময়

৩ সপ্তাহ আগে
৮ ডিসেম্বর! সেই কবে শেষ হয়েছিল তিন দিনের অ্যাডিলেড টেস্ট!

অস্ট্রেলিয়া দলে ট্রাভিস হেডের মতো এক দানব, ভারতে রিশাভ পন্ত। ব্যাটারদের যম জাসপ্রিত বুমরাহও আছেন, পার্থে যিনি বোলিংয়ে আগুন ঝরিয়েছিলেন। অ্যাডিলেডে তাদের লড়াই দর্শকরা দেখতে পেরেছেন মাত্র তিন দিন। এরপর গাব্বা টেস্টের জন্য ৬ দিনের অপেক্ষা। হেডের তাণ্ডব, পন্তের ‘পন্তগিরি’ আর বুমরাহর তোপ দেখতে যাদের তীর্থের কাকের মতো অপেক্ষা, তাদের কাছে এই ৬ দিন মাসসম মনে হতেই পারে। ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪! কী লম্বা একটা সময়!


শনিবার (১৪ ডিসেম্বর) ভোরে শেষ হয় অপেক্ষা। কিন্তু গাব্বা টেস্টের প্রথম দিন তৃষ্ণা আর মেটাতে পারল কই! সারাদিনে খেলা গড়িয়েছে যে মাত্র ৮০ বল। ৫.৩ ওভার খেলা হওয়ার পর একবার বৃষ্টি নেমেছিল। আবার মাঠে নামতে পারলেও ১৩.২ ওভার পর আর একটি বলও গড়ায়নি। বুমরাহ, সিরাজ ও আকাশ দীপের হাত ঘোরানোর দিনে উসমান খাজা ৪৭ বলে ১৯ আর নাথান ম্যাকসুইনি ৩৩ বলে ৪ রান করেন। এরপর নামে বৃষ্টি। সেখানেই প্রথম দিনের খেলা শেষ। সারাদিন অপেক্ষা করেও খেলোয়াড়রা আর মাঠে নামতে পারেননি।


আরও পড়ুন: টেস্টে গেইলের ছক্কার রেকর্ডে ভাগ বসালেন সাউদি


বৃষ্টির কারণে প্রথম দিন লস হয়েছে ৭৬.৪ ওভার। এর উসুল তুলতে আধাঘণ্টা এগিয়ে আনা হয়েছে গাব্বা টেস্টের সময়। আজ ম্যাচ শুরু হয়েছিল ভোর ৬টা ২০ মিনিটে, ৩০ মিনিট এগিয়ে আসায় দ্বিতীয় দিন শুরু হবে ৫টা ৫০ মিনিটে। বিসিসিআই ম্যাচ এগিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, রোববার থেকে ভারতীয় সময় ভোর ৫টা ৫০ মিনিটের বদলে ভোর ৫টা ২০ মিনিটে (বাংলাদেশ ভারতের চেয়ে আধাঘণ্টা এগিয়ে থাকায় ৫টা ৫০ মিনিট) খেলা শুরু হবে। দিনে ৯৮ ওভার খেলা হবে। বাকি চার দিনও এই সময়েই খেলা শুরু হবে।


তবে এতেও ভয় দুরীভূত হয়নি। বাকি চার দিনও বৃষ্টির আশঙ্কা রয়েছে ব্রিসবেনে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রবিবার বৃষ্টির আশঙ্কা সবচেয়ে কম। মাত্র ৮ শতাংশ। কিন্তু বাকি তিন দিন যথাক্রমে ৮৪ শতাংশ, ৮৪ শতাংশ ও ৫৬ শতাংশ।

]]>
সম্পূর্ণ পড়ুন