এখনও ডিবিতে আনিস আলমগীর, চলছে জিজ্ঞাসাবাদ

১ দিন আগে
এখনও ডিবি হেফাজতে রেখে সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদ চলছে- তবে তার বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলেও জানিয়েছেন ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

সোমবার (১৫ ডিসেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকেদর প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

 

সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেয়া হয় গতকাল। তবে কী কারণে তাকে হেফাজতে নিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছুই জানানো হয়নি। রোববার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম তাকে ডিবি হেফাজতে নেয়ার বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, আনিস আলমগীরের বিরুদ্ধে আমাদের কাছে বেশকিছু অভিযোগ আছে। সে সব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

 

আরও পড়ুন: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিবৃতি প্রত্যাখ্যান করে যা বলল ভারত

 

তবে নির্দিষ্ট কোনো অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সে বিষয়ে তিনি পরিষ্কার করে কিছু বলেননি।

 

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্রপ্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আনিস আলমগীর একটি পোস্ট দেন। এ নিয়ে অনলাইন ও অফলাইনে বিভিন্ন ধরনের সমালোচনা চলে। এছাড়া বিভিন্ন সময় টকশোতে করা তার বিভিন্ন মন্তব্যও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ধারণা করা হচ্ছে সাইবার স্পেসের এসব বিষয়ের কারণে তাকে ডিবি কার্যালয়ে আনা হতে পারে।

 

সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন