মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ঐতিহাসিক বিজয়ের স্মৃতিকে ধারণ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ‘ভিক্টোরি মার্চ’ আয়োজনের অংশ হিসেবে বিজয় র্যালিতে নেতাকর্মীরা এসব কথা বলেন।
তারা বলেন, অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এসেও জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার কিংবা বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। একই সঙ্গে রাষ্ট্রযন্ত্রে ফ্যাসিবাদী শক্তি বহাল আছে। দ্রুত সময়ের মধ্যে তা নির্মূল করে নতুন বাংলাদেশে নতুন বন্দোবস্তের আহ্বান জানান তারা।
আরও পড়ুন: চট্টগ্রামে হেফাজতে ইসলামের বিজয় র্যালি
পরে নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ মোড় থেকে বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ করে বিজয় র্যালি।
]]>