দিন যত যাচ্ছে, ততই ঘনিয়ে আসছে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সময়। এ নির্বাচনে সভাপতির পদে লড়বেন টেস্ট ক্রিকেটে দেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। অন্যদিকে পরিচালক পদে লড়বেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
অনেকেরই ধারণা, তামিম ইকবাল বিসিবিতে নির্বাচন করলে হয়ত সভাপতির পদেই করবেন। কিন্তু তামিম ইকবাল নিজেই সে ব্যাপারে স্পষ্ট করে বলেছেন, আগে তিনি ডিরেক্টর হতে চান। সভাপতি পদ নিয়ে এখনই ভাবতে চান না তিনি।
আরও পড়ুন: নির্বাচন করতে চাইলে বুলবুলের পদত্যাগ করা উচিত: তামিম
সময় নিউজের সঙ্গে আলাপকালে তামিম বলেন, ‘আগে আপনি ডিরেক্টর হন যেটা আপনার হাতে আছে। আপনাকে যদি কাউন্সিলররা ভোট দেয় তাহলে আপনি ডিরেক্টর হয়ে আসবেন। যখন আপনি হয়ে যাবেন, তখন এই বিষয় (সভাপতি) নিয়ে চিন্তা করতে পারেন; যে এইরকম কোনো অপরচুনিটি হইতে পারে কি পারে না।’
বিসিবির নির্বাচন প্রসঙ্গে তামিম ইকবালের মতো ক্রিকেটারদের নাম যখনই সামনে আসে, তখনই মানুষ জন ভাবতে শুরু করে যে তারা হয়তো সভাপতি পদের জন্যই নির্বাচন করবেন। তবে তামিম ইকবাল জানিয়েছেন, আপাতত তার ফোকাস শুধুই নির্বাচন এবং ডিরেক্টর পদে নির্বাচিত হওয়ার চেষ্টা করা।
আরও পড়ুন: ভারতে নারী বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তান অংশ নেবে না!
‘আমাদের নাম আসলে অটোমেটিকলি মানুষ জন এভাবে করে চিন্তা-ভাবনা শুরু করে। বাট আমার কাছে মনে হয় আপাতত আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমার ফোকাস শুধু বিসিবির নির্বাচন এবং বিসিবির ডিরেক্টর হওয়ার চেষ্টা করা।’
আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবির নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে পরিচালক পড়ে লড়বেন তামিম ইকবাল। আপাতত তার লক্ষ্য, পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে বিসিবিতে যুক্ত হয়ে ক্রিকেটের উন্নয়নে কাজ করা।
]]>