এখন গাজায় ভবিষ্যত কৌশল নিয়ে বৈঠকে বসবেন নেতানিয়াহু

২ সপ্তাহ আগে
গাজায় ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা করতে একটি বৈঠক করবেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বৈঠকটি হতে পারে। বিষয়টির সাথে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

সূত্রটি সিএনএনকে জানায়, মন্ত্রী এবং ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তাদের একটি ছোট দল এতে অংশ নেবে এবং মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের প্রস্তাবিত কাঠামোর প্রতি ইসরাইল এখনও আগ্রহী। যেখানে জীবিত এবং মৃত উভয় ধরনের ইসরাইলি জিম্মিদের মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি ঘোষণা করা হবে।


সরকারের ভেতরে, অতি-ডানপন্থি দলগুলো হামাস নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় সামরিক অভিযান চালিয়ে যেতে চায়। কিন্তু বুধবার এক সাক্ষাৎকারে, ধর্মীয় শাস দলের নেতা আরিয়েহ দেরি বলেছেন, তিনি বিশ্বাস করেন গাজায় জিম্মিদের মুক্তি এবং সাধারণভাবে গাজার যুদ্ধের দিকে একটি বড় সুযোগ তৈরি হয়েছে। 

 

আরও পড়ুন:গাজায় ত্রাণ সরবরাহ স্থগিত করল ইসরাইল

 

তিনি বলেন,  ‘আমার মনে হয় এখন গাজায় যুদ্ধ শেষ করার জন্য আগের চেয়েও বেশি পরিস্থিতি তৈরি হয়েছে।’


শাস ক্ষমতাসীন জোটের অংশ।


এর আগে, বুধবার ট্রাম্প বলেন, তিনি মনে করেন ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা গাজায় একটি অগ্রগতি আনতে সাহায্য করতে পারে এবং তিনি এই সংঘাতের সমাধানে একটি চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছেন।

 

এরপর এই বৈঠক করার কথা জানায় ইসরাইল।

 

উইটকফের সর্বশেষ প্রস্তাবে ৬০ দিনের যুদ্ধবিরতির অংশ হিসেবে ১০ জন ইসরাইলি জিম্মি এবং ৭ অক্টোবর, ২০২৩ তারিখে অপহৃত আরও ১৮ জন ইসরাইলির মৃতদেহ ফেরত দেয়ার আহ্বান জানানো হয়েছে।

 

এদিকে, এই মাসের শুরুতে, হামাস বলেছিল, তারা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেনি তবে যুদ্ধের শেষ হওয়ার আরও শক্তিশালী গ্যারান্টি প্রয়োজন তাদের। 

 

আরও পড়ুন:ত্রাণ বিতরণের নামে ‘মৃত্যুর ফাঁদ’, চার সপ্তাহে ৫৪৯ ফিলিস্তিনিকে হত্যা

 

ইসরাইলি সরকারের মতে, গাজায় পঞ্চাশ জন জিম্মি বন্দি অবস্থায় আছেন, যাদের মধ্যে ২০ জন এখনও জীবিত বলে মনে করা হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন