এখন আগের চেয়েও বেশি ফিট: কোহলি

৪ সপ্তাহ আগে
২২৩ দিনের বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই নিজের লক্ষ্য পষ্ট করলেন তিনি। এক ফরম্যাটে ধারাবাহিকতা ধরে রাখা নিয়ে নানা জল্পনার মাঝেই কোহলি জানালেন, কেন তিনি টি২০ ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে রবি শাস্ত্রী ও অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে খোলামেলা আলোচনায় প্রস্তুতি নিয়ে কোহলি বলেন, গত ১৫ বছরে তিনি বিশ্বের সব জায়গায় সবচেয়ে বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।

আন্তর্জাতিক ক্যারিয়ারে বিরাট কোহলির পাওয়ার আর কিছুই নেই। গত বছর জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপরই সংক্ষিপ্ত এই সংস্করণ থেকে অবসরের ঘোষণা দেন এই কিংবদন্তি।  চলতি বছরের শুরুর দিকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও জিতেছেন। এরপর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে লাল বলের ক্রিকেটকেও বিদায় বলে দিয়েছেন। ফলে গত কয়েক মাস ক্রিকেট থেকে দুরেই ছিলেন। গত কয়েক মাসের বিরতি প্রসঙ্গে তিনি জানান, এখন জীবনের এই পর্যায়ে এসে পরিবারের চেয়ে পেশাকে অগ্রাধিকার দিতে চান না।


কোহলি বলেন, 'সত্যি বলতে, গত ১৫–২০ বছরে আমি এত ক্রিকেট খেলেছি যে প্রকৃত অর্থে বিশ্রাম নেওয়ার সুযোগই পাইনি। সম্ভবত এই সময়ের মধ্যে আমি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছি, আইপিএলসহ। তাই এই সময়টা আমার জন্য ছিল একদম সতেজ হওয়ার সময়।'


প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে কোহলির ফিটনেস নিয়ে অনেক বিশ্লেষকের দুশ্চিন্তা ছিল। কিন্তু ৩৬ বছর বয়সী এই ব্যাটার জানান, তিনি আগের চেয়েও বেশি ফিট আছেন এবং এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শারীরিক প্রস্তুতি, কারণ মানসিকভাবে তিনি জানেন মাঠে কী করতে হবে।


আরও পড়ুন: সেমিতে খেলার আশা বেঁচে আছে বাংলাদেশের, বাকি দলের সমীকরণ কী?


তিনি বলেন, 'আমি এখন যতটা ফিট, এর আগে হয়তো কখনও এতটা ছিলাম না। এখন নিজের মধ্যে যে সতেজতা অনুভব করছি, সেটা এই আত্মবিশ্বাস থেকে আসে—আমি জানি মাঠে কী করতে হবে। মূলত শারীরিক প্রস্তুতিটাই ঠিকভাবে নিতে হয়।'


কোহলি আরও যোগ করেন, 'এই পর্যায়ে এসে বুঝেছি, যদি শরীর ফিট থাকে, রিফ্লেক্স ঠিক থাকে, তাহলে খেলার বোধ তো আমার মধ্যেই আছে। শরীরটাকে শুধু সেই অনুযায়ী মানিয়ে নিতে হয়, আর আমি সেটাই করি। আমি এভাবেই জীবনযাপন করি। এখন একদম কোনো সমস্যা নেই—অস্ট্রেলিয়ায় এসে সতেজ লাগছে, নেটে ভালোভাবে নড়াচড়া করছি, ফিল্ডিংয়েও ফুরফুরে লাগছে। সব ঠিকঠাক চলছে।'


তবে প্রত্যাবর্তনের ম্যাচে কোহলির ব্যাটে রান আসেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনি মাত্র সাত বলে শূন্য রানে আউট হন। ফলে তার ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আরও তীব্র হতে পারে বলে মনে করছেন অনেকে।

]]>
সম্পূর্ণ পড়ুন