অবস্থা বেগতিক দেখে পরে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন। পরে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সড়ক থেকে সরানো হয় ঘোড়াটিকে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, এক্সপ্রেসওয়ের লেনে ঘোড়াটি অবস্থান করায় যান চলাচলে অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। এটিকে কোনো ভাবেই সড়ক থেকে সরানো যাচ্ছিল না। কাঁচা ঘাসের প্রলোভন দেখিয়ে সুকৌশলে ঘোড়াটি সরানো হয়। তবে ঘোড়াটির কোন মালিক খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে মেডিকেল কলেজ করার মোটামুটি সিদ্ধান্ত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক মাস আগে দুটি ঘোড়ার বাচ্চা শ্রীনগর সদর এলাকার হরপাড়ায় ছেড়ে দেয়া হয়। কে বা কারা ঘোড়ার বাচ্চা দুটি ছেড়ে দেন তা নিশ্চিত হওয়া যায়নি। কিছুদিন আগে শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকায় একটি ঘোড়া মারা যায়। এরপর থেকে সাথের ঘোড়াটি মাঝে মধ্যেই হাইওয়ের পাশে এসে দাঁড়িয়ে থাকে।
আরও পড়ুন: নবাবগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ মুন্সীগঞ্জে উদ্ধার
ঘটনার দিন হঠাৎ ঘোড়াটি এক্সপ্রেসওয়ের ভিতরের লেনে চলে আসায় যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ঘোড়াটি এক্সপ্রেসওয়ে থেকে সরালেও এটির স্থায়ী সমাধান করা যায়নি। ছাড়া অবস্থায় এই ঘোড়াটির ব্যাপারে কি করা যায় এই নিয়ে পর্যালোচনা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
]]>