ঘটনাটি নিশ্চিত করেছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেছেন, এই ঘটনার তদন্ত করা হচ্ছে, তবে উদ্বেগের কোনো কারণ নেই।
এক্সে একটি পোস্টে, মুজাহিদ বলেছেন, ‘চিন্তার কোনো কারণ নেই। পোস্টটির অনুবাদ করলে যে অর্থ দাঁড়ায় তা হলো, কাবুল শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে, কারও চিন্তা করার প্রয়োজন নেই। সবকিছু ঠিকঠাক আছে। ঘটনার তদন্ত চলছে, এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া যায়নি।’
আরও পড়ুন:পাকিস্তানে অস্ত্রধারীদের হামলায় ১১ সেনা নিহত
হিন্দুস্তান টাইমসের মতে, মুজাহিদের পোস্টে বলা হয়, কেবল একটি বিস্ফোরণ শোনা গেছে, তবে কাবুল ট্রিবিউনের একটি প্রতিবেদনে বেশ কয়েকজন বাসিন্দার বরাত দিয়ে বলা হয়েছে যে কাবুল বিমানবন্দরের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তবে বিস্ফোরণ এবং এর পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী, তালেবানের আমির খান মুত্তাকি, এক সপ্তাহব্যাপী সফরে বৃহস্পতিবার ভারতে আসার পর এই বিস্ফোরণ ঘটল।
মুত্তাকিকে ভারতে স্বাগত জানিয়ে, বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স-এ লিখেছেন, ‘আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক বিষয় নিয়ে তার সাথে আলোচনা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
২০২১ সালের আগস্টে তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে এটিই তালেবান নেতৃত্বাধীন সরকারের প্রথম মন্ত্রী পর্যায়ের ভারত সফর। আফগান মন্ত্রী ১৬ অক্টোবর পর্যন্ত ভারতে থাকবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন:মিয়ানমারে উৎসবের ভিড়ে প্যারাগ্লাইডার হামলা, নিহত ৪০
এদিকে, ডনের খবরে বলা হয়, একটি বার্তা সংস্থার সাংবাদিকরা জানিয়েছেন, রাজধানীতে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় রাত ৯:৫০ টার দিকে দুটি বিস্ফোরণ ঘটে। এছাড়া আফগান রাজধানীর রাস্তায় অসংখ্য নিরাপত্তা বাহিনী সতর্ক ছিল এবং গাড়ি তল্লাশি চালাচ্ছিল বলেও জানা গেছে। এ সময় বেশ কয়েকটি পাড়ায় মোবাইল টেলিফোন পরিষেবা বন্ধ ছিল।
]]>