একাধিক ফুটবলারকে বিক্রি করে দিচ্ছে আর্সেনাল

২ সপ্তাহ আগে
আর্তেতার অধীনে ভালো সময়ই কাটাচ্ছে আর্সেনাল। তবুও আক্ষেপ রয়ে যাচ্ছে ক্লাবটির সমর্থকদের। কারণ একটি শিরোপা এনে দিতে পারছেন না স্প্যানিশ এই কোচ। এবার আগামী মৌসুমের জন্য এরই মধ্যে দল গোছানো শুরু করে দিয়েছে গানাররা। যার জন্য বেশকিছু ফুটবলারকে বিক্রি করে দিবে তারা। ফলে বেতনের বোঝাও কমবে তাদের উপর থেকে।

আর্সেনালের খেলোয়াড়দের বেতর অনেক বেশি। যেমন—দলের জার্মান ফুটবলার কাই হাভার্টজকে ২০২৪-২৫ মৌসুমে সপ্তাহ প্রতি দিতে হয়েছে ২ লাখ ৮০ হাজার ব্রিটিশ পাউন্ড। এমনই উচ্চমানের স্যালারির তালিকায় আছেন—গ্যাব্রিয়েল জেসুস, মার্টিন ওডেগার্ড, ডেলকান রেইসের মতো ফুটবলাররা। আর স্যালারির এই ভারসাম্য বজায় রাখতেই বেশকিছু ফুটবলার বিক্রি করে দিচ্ছে গানাররা।


ব্রিটিশ নানা গণমাধ্যমের খবর অনুযায়ী, লন্ডনের ক্লাবটি আপাতত পাঁচ ফুটবলার বিক্রি করে দেয়ার চিন্তা করছে। সেই তালিকায় রয়েছেন—গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জিনচেঙ্কো, রেইস নেলসন, জ্যাকুব কিউইঅর এবং আলবার্ট সাম্বি লোকোনগা।


এইসব ফুটবলারকে বিক্রি করে নতুন কিছু ফুটবলারকে কেনার পরিকল্পনা রয়েছে গানারদের। আর্সেনালের ট্রান্সফার টার্গেটে সবার উপরে আছে ভিক্টর গিয়োকেরেসের নাম। সুইডিশ এই স্ট্রাইকারকে নিজেদের টপ টার্গেট ধরেছেন গানাররা।


আরও পড়ুন: ক্লাব বিশ্বকাপের পর কাঁধের অস্ত্রোপচার করাবেন বেলিংহ্যাম 
 

Juventus should forget about signing Viktor Gyokeres | Juvefc.comভিক্টর গিয়োকেরেসকে কিনতে নতুন করে প্রস্তাব পাঠিয়েছে আর্সেনাল।



এছাড়াও, আর্সেনালের ট্রান্সফারের তালিকায় রয়েছেন চেলসির নোনি মাদুয়েকে এবং জার্মান ক্লাব লাইপজিগের বেঞ্জামিন সেসকো। মূলত, একটি ভালো স্ট্রাইকারকে দলে টানতে চাচ্ছেন মিকেল আর্তেতা। গত মৌসুমে একজন গোল স্কোরারের ওভারের ভুগেছে আর্সেনাল। সেটাই এবার পূরণ করতে চান আর্তেতা।


এদিকে গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে কিনতে এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে বায়ার্ন মিউনিখ ও অ্যাথলেটিকো বিলবাও। মার্টিনেল্লির জন্য ৫০ মিলিয়ন ইউরো দাম চাইতে পারে আর্সেনাল। কাছাকাছি দামে রাজি হলেই কেবল ব্রাজিলিয়ান উইঙ্গারকে ছাড়বে তারা। ২০১৯ সালে গানার শিবিরে যোগ দিয়েছিলেন মার্টিনেল্লি। 

]]>
সম্পূর্ণ পড়ুন