নতুন আদেশ অনুযায়ী যা বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শুরু হয়েছে। চলবে ১৫ মে পর্যন্ত।
অন্যদিকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে টিসি/বিটিসি কার্যক্রমেরও মেয়াদ বাড়ানো হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী যা বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শুরু হয়েছে। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
ঢাকা শিক্ষা বোর্ডের এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ঢাকা, সিটি ও আইডিয়াল কলেজ: ছয় মাসে ১২০ বার সংঘর্ষ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনের মধ্যেমে টিসি/বিটিসি কার্যক্রম আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
আর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের টিসি/বিটিসি, বিষয়, গ্রুপ, ছবি পরিবর্তন, ভর্তি বাতিল আগামী ১৫ মে পর্যন্ত চলবে। অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।