একাত্তরের চেতনা বিক্রি করে মানুষকে শোষণ করেছে আওয়ামী লীগ: মুজিবুর রহমান

১ সপ্তাহে আগে
একাত্তরের চেতনা বিক্রি করে আওয়ামী লীগ দেশের মানুষকে শোষণ-নির্যাতন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর ডেমরায় কর্মী সম্মেলনে বক্তৃতা করেন তিনি।


অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ’৭১-এর তকমা দিয়ে ৫৪ বছর ধরে দেশের মানুষকে শোষণ করা হয়েছে।


সংস্কারের মাধ্যমে দেশে একটি ভালো নির্বাচন দেয়া সম্ভব। এ জন্য সুন্দর একটি নির্বাচন দিতে এখন থেকেই অন্তর্বর্তী সরকারকে চেষ্টা করার আহ্বান জানান তিনি।
 

আরও পড়ুন: জামায়াত ক্ষমতা পেলে দেশ আমূল পরিবর্তন হবে: সেলিম উদ্দিন


তিনি বলেন, যারা ইসলামের কথা বলে, তাদের সংসদে পাঠানো গেলে দেশে ইসলামি আইন বাস্তবায়ন হবে। আল্লাহর আইন ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।


এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মু. শফিকুল ইসলাম মাসুদ বলেন, চাঁদাবাজ, দখলদার ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বাংলাদেশ জামায়াতে ইসলামী। চাঁদাবাজ যে দলেরই হোক কোনো ছাড় দেয়া হবে না।

]]>
সম্পূর্ণ পড়ুন