সোমবার (১০ মার্চ) রাতে সদর থানাধীন মহাদেবনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার সুকুমার বিশ্বাস উপজেলার পাটকেলঘাটার বেড়াডাঙ্গী গ্রামের গোবিন্দ বিশ্বাসের ছেলে।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, ভিকটিম একজন বাবা হারা মানসিক ভারসাম্যহীন কিশোরী। ভিকটিমের মা বিভিন্ন বাসা-বাড়িতে ঝি এর কাজ করে সংসার চালান। তবে ওই অভিযুক্ত যুবক বিভিন্ন সময়ে ভিকটিমের বাড়িতে আসা-যাওয়া করতেন এবং ভিকটিমকে প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দিতেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
গত ৪ জানুয়ারি সন্ধ্যায় ভিকটিমের মা বাড়িতে না থাকার সুযোগে ওই যুবক ভিকটিমের ঘরে প্রবেশ করে তাকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। এরপর ধর্ষণের ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যান। পরে মাকে ধর্ষণের বিষয় জানায় মেয়েটি। এ ঘটনায় গত ১১ জানুয়ারি সুকুমার বিশ্বাসের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ওই কিশোরীর মা।
ওই ধর্ষণের বিষয় জানতে পেরে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল আসামিকে গ্রেফতারের জন্য নজরদারিতে রাখে সুকুমার বিশ্বাসকে। পরে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।