একসঙ্গে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে বাবা-ছেলের ইতিহাস

২ সপ্তাহ আগে
আন্তর্জাতিক ক্রিকেটে এবার নতুন ইতিহাস গড়লেন তিমুর-লেস্তের ক্রিকেটার সুহাইল সাত্তার ও তার ছেলে ইয়াহিয়া। বাবা-ছেলে দুজনে মিলে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) লিখেছেন নতুন এই ইতিহাস। সেই দিনই তারা হয়ে যান আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম একসঙ্গে খেলা বাবা-ছেলে জুটি।

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের বিপক্ষে তিমুর-লেস্তের হয়ে মাঠে নামেন তারা। এ বছরই আইসিসির সহযোগী সদস্যপদ পেয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই ছোট দেশটি। তাই ইন্দোনেশিয়ার বিপক্ষে সেই ম্যাচটি ছিল তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। 

 

নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ১০ উইকেটে হারলেও ইতিহাসে জায়গা করে নিয়েছেন তিমুর-লেস্তের সুহাইল ও তার ছেলে ইয়াহিয়া। ভবিষ্যতে হয়তো বাবা-ছেলের জুটি আরও দেখা যেতে পারে, তবে প্রথমবার এমন ইতিহাস তো তারাই করেছেন। 

 

আরও পড়ুন: হাজার রানে অভিষেক শর্মা দ্রুততম

 

বালিতে অনুষ্ঠিত সেই ঐতিহাসিক ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাত্র ৬১ রানেই গুটিয়ে যায় তিমুর-লেস্তে। ম্যাচে সুহাইল ও ইয়াহিয়া কিছুক্ষণ একসঙ্গে ব্যাটও করেছেন। ছোট লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে মাত্র ৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইন্দোনেশিয়া। 

 

পরে একই সিরিজে আরও দুটি ম্যাচ খেলেও একই ব্যবধানে হেরেছে তিমুর-লেস্তে। মানে, আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রথম তিন ম্যাচেই ১০ উইকেটে হারতে হয়েছে তাদের। 

 

তবে শুধু পুরুষ ক্রিকেট নয়, মেয়েদের ক্রিকেটেও আগেই এমন এক নজির গড়েছেন মা-মেয়ে। সুইজারল্যান্ড নারী ক্রিকেট দলের ৪৫ বছর বয়সী মেট্টি ফার্নান্দেজ ও তার ১৭ বছর বয়সী মেয়ে নায়না মেট্টি সাজু এ বছরের শুরুতে খেলেছেন একসঙ্গে ছয়টি টি–টোয়েন্টি ম্যাচ।       

 

আরও পড়ুন: রনির ১৮ বলের ফিফটি বৃথা, কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লো বাংলাদেশ

 

ঘরোয়া ক্রিকেটে অবশ্য বাবা–ছেলে একসঙ্গে কিংবা একে অপরের বিপক্ষে খেলার নজির আগেও দেখা গেছে। শিবনারায়ণ চন্দরপল ও তার ছেলে তেজনারায়ণ চন্দরপল গায়ানার হয়ে খেলেছেন ১১টি প্রথম শ্রেণির ম্যাচ। ২০১৪ সালে উইন্ডওয়ার্ড আইল্যান্ডসের বিপক্ষে এক ম্যাচে অধিনায়ক বাবার অধীনে খেলেছিলেন ২৯ বছর বয়সী তেজনারায়ণ। 

 

গত জুলাইয়ে আফগানিস্তানের শপাগিজা ক্রিকেট লিগের ফাইনালে মোহাম্মদ নবীর বিপক্ষে খেলেছেন তার ছেলে হাসান ইশাখিল। নবীর দল আইনাক নাইটসকে ৮ উইকেটে হারানোর পথে আমো শার্কসের হয়ে ৩৪ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন হাসান।

]]>
সম্পূর্ণ পড়ুন